মো.আলাউদ্দীন,হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে বাবার মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত নায়েল হক (০৫) দীর্ঘ ৮ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হার মেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। রবিবার(০৫) দুপুরের দিকে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। সে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নস্থ ৩নং ওয়ার্ডের আব্দুল কাদের চৌধুরী বাড়ীর মোহাম্মদ নাঈমুল হকের পুত্র। জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারী বাবার সাথে মোটরসাইকেলে করে নানার বাড়ি যাওয়ার পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ডস্কুল সংলগ্ন এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত নায়েল হক ও মোটরসাইকেল চালক তার বাবা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরতচিকিৎসক তার আঘাত গুরুতর হওয়ায় তাকে নগরীর একটি হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু নায়েল। একই দুর্ঘটনায় নিহত নায়েলের পিতাও নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। উত্তর মাদার্শা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ আহত শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, এতো ছোট শিশুর এমন মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর। একই দিন মাগরিব নামাজের পর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
আহত হওয়ার ৮ দিন পর মৃত্যুর কাছে হার মানল নায়েল ; সন্ধ্যার দিকে দাফন সম্পন্ন

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন