‘বন্যপ্রাণী সংরক্ষনের জন্য অংশীদারিত্ব’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ ও চবি বার্ড ক্লাব এর যৌথ উদ্যোগে ৩ মার্চ ২০২৩ ‘বিশ^ বন্যপ্রাণী দিবস-২০২৩’ চবি ক্যাম্পাসে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০:০০ টায় চবি জীব বিজ্ঞান অনুষদ প্রাঙ্গন থেকে অনুষ্ঠিত হয় বর্ণ্যাঢ্য র্যালি। র্যালির নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মনজুরুল কিবরীয়া, সুপারনিউমেরারী প্রফেসর ড. মোঃ ফরিদ আহসান, সহযোগী অধ্যাপক ড. যাদব কুমার বিশ^াসসহ বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চবি বার্ড ক্লাবের নেতৃবৃন্দ এবং সুধিবৃন্দ অংশগ্রহণ করন। র্যালি শেষে চবি জীব বিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্য (একাডেমিক) একটি জাম গাছের চারা রোপন করেন। র্যালি শেষে চবি জীব বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।