মো.আলাউদ্দীন, হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে এনআইএস (নুরুল ইসলাম শামসুন নাহার) ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদ প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (০৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডস্থ আল্লামা গাজী শেরে বাংলা (রহ:) এর পুরাতন বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনআইএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সালাউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, পাহাড়তলী মার্কেট বণিক কল্যাণ সমিতির আহবায়ক মো.এরশাদ মামুন, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট এর সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার মোহাম্মদ তারেকুল আলম, ইউপি সদস্য যথাক্রমে এনামুল তৈয়ব সবুজ, আনিসুল ইসলাম। এসময় আইএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সকল সদস্য সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার মেখল ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডস্থ আল্লামা গাজী শেরে বাংলা (রহ:) এর পুরাতন বাড়ির হাজী মো. নুরুল ইসলাম নিবাসে সকাল ৮ টা থেকে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগীতায় অন্তত ২ শত শিক্ষার্থী অংশগ্রহন করে মোট ২৮ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়। এদের মধ্যে ১ম স্থান অর্জনকারীকে ১০ হাজার টাকা, ২য় স্থান অর্জনকারীকে ৭ হাজার এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৫ হাজার টাকা ও সনদ প্রদান করা হয়েছে।
এনআইএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন