বিশ্বকাপ ফাইনালের পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে হাস্যরস করেন এমিলিয়ানো মার্টিনেজ। বিভিন্নভাবে ফরাসি ফরোয়ার্ডকে খোঁচা মারেন আর্জেন্টাইন গোলরক্ষক। তবে ফাইনাল হারায় মাঠে এমবাপ্পেকে সান্ত্বনা দিতেও দেখা যায় মার্টিনেজকে। বিশ্বকাপ ফাইনালের হ্যাটট্রিক করা কিলিয়ানকে সেদিন কী বলেছিলেন গোল্ডেন গ্লাভস জয়ী এমি?
স্মরণকালের সবচেয়ে উত্তেজনাপূর্ণ বিশ্বকাপ ফাইনাল উপহার দেয় আর্জেন্টিনা ও ফ্রান্স। নির্ধারিত এবং অতিরিক্ত সময় সমতায় শেষ হওয়ায় তা গড়ায় টাইব্রেকারে। সেখানে এমবাপ্পেদের কাঁদিয়ে শেষ হাসি হাসে লিওনেল মেসিরা। ফাইনাল শেষে এমবাপ্পে হতাশায় মাঠে বসে পড়েন। আর সে তার কাছে গিয়ে কিছু একটা বলে সান্ত্বনা দিতে দেখা যায় মার্টিনেজ। টিওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে এমি বলেন, ‘আমি তাকে বলেছিলাম, উঠে দাঁড়াও এবং সামনে নজর দাও।’
বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করে রেকর্ড গড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। টাইব্রেকারসহ সেদিন চার গোল করেছিলেন বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী তারকা।
মার্টিনেজ বলেন, ‘(হতাশ হয়ে) বসে থাকা তাকে মানায় না। নিজের খেলার জন্য গর্বিত হতে পারতো সে। এটা আসল সত্যি। আমাকে চারটি গোল দিয়েছে ও। হতাশ হওয়া তো আমার সাজতো।’
চ্যাম্পিয়ন হওয়ার পর জয় উদ্যাপনে ড্রেসিংরুমে গান ধরে আর্জেন্টিনার ফুটবলাররা। এক সময় সবাইকে থামিয়ে দিয়ে মার্টিনেজ বলতে শুরু করেন, ‘এমবাপ্পের জন্য এক মিনিট নীরবতা, যে মরে গেছে।’ এখানেই শেষ নয়, বুয়েন্স আয়ার্সে ট্রফি প্যারেডের সময় এমবাপ্পের ‘বেবি ডল’ নিয়ে হাস্যরস করেন দিবু মার্টিনেজ। এ প্রসঙ্গে অ্যাস্টন ভিলা গোলরক্ষক বলেন, ‘আমি বেবি ডলটা কিছু সময়ের জন্য হাতে নিয়েছিলাম। এরপর সেটি ছুঁড়ে ফেলে দিই। আর কিছুই না। আমি কীভাবে এমবাপ্পের মতো খেলোয়াড়কে নিয়ে হাস্যরস করব? সে আমাকে চার গোল দিয়েছে। সবগুলো গোল আবার ফাইনালে! সে আমাকে তার বেবি ডল ভাবতে পারতো। এমবাপ্পেকে প্রচণ্ড সম্মান করি আমি।’