ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ভেনেজুয়েলান নারী ব্লগার জর্জিলায়ার পোস্টকৃত সেই ছবি চোখে পড়ে পর্তুগিজ সুপারস্টারের। এরপর রুমে ডেকে নিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক গড়েন রোনালদো। অভিযোগটি তুলেছেন খোদ জর্জিলায়াই।
বৃটিশ দৈনিক দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের মার্চে জাতীয় দলের সঙ্গে কাতার বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সে সময়ই নারী ব্লগার জর্জিলায়ার সঙ্গে টিম হোটেলে শারীরিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে রনের বিরুদ্ধে। সম্প্রতি জর্জিলায়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানান, সোশ্যাল মিডিয়ায় রোনালদোকে নিয়ে ছবি পোস্ট করেছিলেন তিনি। এরপর রন তাকে নিজের রুমে যাওয়ার আহ্বান জানান। জর্জিলায়া লিখেছেন, ‘যখন আমি রোনালদোর বার্তা পেলাম, ভাবলাম হয়তো আমরা কিছুক্ষণ আলাপ করব। একে অপরকে জানার সুযোগ হবে। হয়তো তার সঙ্গে কিছু ছবিও তোলা যাবে।
তবে আমি ভাবিনি, এমন পরিস্থিতিতে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে যাব।’
জর্জিলায়া জানান, জোরপূর্বক কিছু করেননি রোনালদো। তিনি লিখেছেন, ‘এই সম্পর্কে আমার সম্মতি ছিল। তবে আমি রোনালদোর খ্যাতি ও ক্ষমতার দ্বারা প্রভাবিত হয়েছিলাম।’
দ্য সান জানিয়েছে, নারী ব্লগারের আনিত অভিযোগ মিথ্যা দাবি করেছেন রোনালদো। আল নাসর তারকার এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা এবং মানহানিকর।’
জর্জিলায়ার ক’দিন আগেই ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর দাবি তোলেন চিলিয়ান মডেল ড্যানিয়েলা চ্যাভেজ। টুইটারে তিনি লিখেন, রোনালদোর সঙ্গে ফিজিক্যাল রিলেশনে জড়ানোর ভিডিও প্রমাণ রয়েছে তার কাছে।