চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে মানুষের জীবন ওষ্ঠাগত। অর্থনৈতিক সংকটে জনজীবন চরমভাবে বিপর্যস্ত। বেকারত্বের পাশাপাশি দুর্নীতি, অর্থ পাচার, লুটপাট ও নৈরাজ্যে দেশের মানুষ জর্জরিত। এ অবস্থায় বিদ্যুৎ ও গ্যাসের বারবার মূল্যবৃদ্ধি করে সরকার সাধারণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। সরকার নিজেদের দুর্নীতি ও ভুলনীতির দায় জনগণের কাঁধে চাপাচ্ছে। জনগণের ভোটে সরকার নির্বাচিত নয় তাই জনগণের তাদের কোনো দায়বদ্ধতা নেই। জনগণের প্রতি যাদের দায়িত্ব নেই, তাদের ক্ষমতায় থাকারও অধিকার নেই। এই সরকারের অধীনে আগামী দিনে আর কোনো নির্বাচন নয়। আগামী দিনে নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশব্যাপী যে পদযাত্রা কর্মসূচি তা সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। গণআন্দোলন এর মাধ্যমে এই সরকারকে বিতাড়িত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরোও বলেন, দেশের মানুষ অতীতে কখনোই স্বৈরশাসনকে মেনে নেয়নি। গণতন্ত্র হরণ করে, রাজনৈতিক নেতৃবৃন্দকে জেলে পুরে সরকার পার পাবে না। তারা আগামী নির্বাচনকে উতরিয়ে নিয়ে যেতে পারবে না। রাজনৈতিক সচেতন প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। আমাদের লক্ষ্য একটাই গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, অগণিত নেতাকর্মী যারা গ্রেফতার হয়েছেন তাদের মুক্ত করা এবং এই দুঃশাসনের অবসান ঘটানো। বিএনপিসহ দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যুগপৎ আন্দোলনে মানুষকে নিয়ে মাঠে নেমেছে। পুুলিশ ও দলীয় ক্যাডার বাহিনী দিয়ে তা রুখা যাবেনা। যত প্রতিবন্ধকতাই আসুক আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন শুরু করেছি, সেটিকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব। যত কষ্টই হোক, এই জয়যাত্রা অব্যাহত থাকবে।
আগামী ৪ মার্চ থানা পর্যায়ে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচী সফল করার লক্ষে ১ মার্চ (বুধবার) সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন ৪নং ,৫নং ও ৬নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন লিপু। থানা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ভ্ইূয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা নকীব উদ্দিন ভ‚ইয়া, জসিম উদ্দিন, মসিহউদ্দৌলা জাহাঙ্গীর, মো. এসকান্দর, হাজী নাছির উদ্দিন, হাজী ইলিয়াছ শেকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পদক মোশাররফ হোসাইন, থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, যুবদল নেতা আরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, কামাল উদ্দিন, মো.আলমগীর, মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবু বক্কর রাজু, নুরনবী, আব্দুল মতিন কোম্পানি, মো হোসেন মাসুম, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোরশেদ কামাল, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহীদুজ্জামান, যুবদল নেতা ইউসুফ আলী লিটন, মো. ফরহাদ,আবু বক্কর বাবু, ইসকান্দর হোসেন, জসিম উদ্দিন, নাছির উদ্দিন, আনিসুজ্জামান, জয়নাল আবেদীন, জহুরুল ইসলাম জহির, আব্দুল আজিজ, কামাল হোসেন খোকন, নাজিম উদ্দিন, সাদ্দাম হোসেন, মো. পারভেজ, মো. রুবেল, রহিম, মো. মিজান, সোহান, আলাউদ্দিন,ইউসুফ প্রমুখ।