ফিলিস্তিনের শহর হুওয়ারাকে নিশ্চিহ্ন করে দেয়া উচিৎ বলে মন্তব্য করেছেন ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। যদিও তার এই মন্তব্যকে যুদ্ধাপরাধের উসকানি হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী ইয়ায়ির লাপিদ। এ খবর দিয়েছে আরটি।
খবরে জানানো হয়, বেজালেলের ওই হুমকির কদিন আগে থেকেই উত্তেজনা বিরাজ করছে ফিলিস্তিনের ওই শহরটিতে। সেখানে এক ফিলিস্তিনির আক্রমণের জবাবে ইহুদী সেটেলাররা কদিন ধরে উত্তেজনা সৃষ্টি করছে। এমন সময়েই সেই উত্তেজনায় আরও আগুন ঢাললেন ইসরাইলি অর্থমন্ত্রী। টুইটারে হুওয়ারা শহরকে পুড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে করা একটি পোস্টে লাইক দেন বেজাজেল। এরপর বুধবার একটি ব্যবসায়িক সম্মেলনে বক্তৃতাকালে তাকে প্রশ্ন করা হয়, তিনি কেনো এমন একটি টুইটে লাইক দিয়েছেন! জবাবে তিনি বলেন, কারণ আমি মনে করি হুওয়ারা শহরটির নিশ্চিহ্ন করা দরকার। আমি মনে করি ইসরাইল রাষ্ট্রেরই এটা করা উচিত।
এর আগে কদিন ধরে চলমান উত্তেজনায় হুওয়ারার এক বাসিন্দা গুলিতে নিহত হন এবং দুই জন আহত হন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, আরও অন্তত কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ইসরাইলি পুলিশ সহিংসতা দমন করতে যায়।
তবে এর আগেই সেটেলাররা ফিলিস্তিনি গ্রামে গাড়ি ও বাড়িঘর জ্বালিয়ে দেয়। এরপর এক ফিলিস্তিনির গুলিতে দুই ইহুদী ভাইয়ের মৃত্যু হলে উত্তেজনা তুঙ্গে ওঠে।