মো.আলাউদ্দীন, হাটহাজারী প্রতিনিধি :
হাটহাজারীতে ড্রাম ট্রাক বিদ্যুতায়িত হয়ে আমির হোসেন (৪৭) নামের এক চালক নিহত হয়েছেন। বুধবার (১ মার্চ) দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকার হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে। হাটহাজারী ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় একটি ড্রাম ট্রাক থেকে বালি আনলোড করার সময় পাশের ৩৩ কে.ভি বৈদ্যুতিক লাইনের সাথে লাগলে ট্রাকটি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় চালক আমির হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত চালক আমির হোসেন ফতেয়াবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.শাহজাহান বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।