শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাউজানের সংসদ সদস্যএবি এম ফজলে করিম চৌধুরীর পুত্র ফারজ করিম চৌধুরী রাউজানে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দিচ্ছেন । আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী রাউজানে দরিদ্র শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরন কর্মসুচির উদ্যোগ নেয় । তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরীর পৃষ্টপোষকতায় প্রতিষ্টিত সামাজিক সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান কর্মকর্তা ও সদস্যরা শিক্ষা প্রতিষ্টানে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরন করছেন । গতকাল ২৮ ফেব্রƒযারী মঙ্গলবার সকালে রাউজানের মঙ্গলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২শত শিক্ষার্থীদের হাতে স্কুল ড্রেস তুলে দেয় সেন্ট্রাল বয়েজ অব রাউজানের নেতৃবৃন্দ্বরা । মঙ্গলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিসটির সভাপতি সরাজু মোহাম্মদ নাসেরের সভাপতিত্বে অনুষ্টিত শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার। অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব নুরুল আমিন। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম, সাধারন সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব সহ সেন্ট্রাল বয়েজ অব রাউজানের নেতৃবৃন্দ্ব । সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম বলেন, তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুৃরী রাউজানে তিন হাজার ক্ষুদ্বে শিক্ষার্থীদের স্কুলের ড্রেস দেবেন । ছবির ক্যাপশনঃ অহিদুল আলম মিয়া শোক সংবাদ অহিদুল আলম, মিয়া শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ যুবলীগ নেতা অহিদুল আলম প্রকাশ মিয়া ৫৭ বৎসর বয়সে শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে গতকাল ২৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের দলিলাবাদ তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন( ইন্না লিলাহি ওয়া ইন্না এলাহি রাজেউন ) । মৃত্যুকালে তার ছেলে সন্তান সহ অনেক গুনগ্রাহি রেখে যায় । গতকাল মঙ্গলবার বাদে আসর রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের হজরত মাগন হাজীর দরগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে মাগন হাজীর দরগাহ সংগ্লন্ন কবরস্থানে দাফন করা হয় ।
তরুন আওয়ামীলীতো ফারাজ করিম চেধুরীর স্কুলে ড্রেস বিতরণ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন