বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে। তারা আবারো কালো টাকা দিয়ে আরেকটা নির্বাচন করার পায়তারা করছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। বর্তমান অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। এই সরকারকে যেতেই হবে, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণ এই সরকারকে বিদায় করতে রাজপথে নেমে এসেছে। আগামী শনিবার চট্টগ্রামের প্রতিটি থানায় বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচীতে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সহকারে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে নেতাকর্মীরা যোগ দিবেন। আমরা আশা করবো, চট্টগ্রামের প্রশাসন বিএনপির শান্তিপূর্ণ এই থানায় পদযাত্রা কর্মসূচি পালনে সহযোগিতা করবেন।
তিনি আগামী শনিবার (৪ মার্চ) চট্টগ্রাম মহানগরীর ১৫ টি থানায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে চট্টগ্রামবাসীকে অংশ নেওয়ার আহবান জানান।
তিনি সোমবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে আগামী ৪ মার্চ শনিবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত প্রতিটি থানা এলাকায় পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির মুখপত্র দৈনিক দিনকালের ডিক্লারেশন ও মুদ্রণের ঘোষনাপত্র বাতিল করে দিয়েছে সরকার। বর্তমান নিশিরাতের সরকারের অধীনে গণমাধ্যমের যে কোনো স্বাধীনতা নেই তা আবারও প্রমাণিত হলো। বিরোধী দলের একমাত্র পত্রিকাটির প্রকাশনা বাতিল সরকারের চরম হিংসা চরিতার্থ করার বহিঃপ্রকাশ। দৈনিক দিনকাল সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এটি মত প্রকাশের স্বাধীনতার উপর চরম আঘাত। তিনি অবিলম্বে পত্রিকাটির ডিক্লারেশন ও মুদ্রণের ঘোষনাপত্র বাতিলের আদেশ প্রত্যাহারের দাবি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন বলেন, বর্তমানে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বে্ড়ে গেছে। আজকে সাধারণ মানুষকে কষ্ট করে সংসার চালাতে হচ্ছে। মানুষের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন মানুষ সরকারের পতন দেখতে চায়। আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে কর্মসূচি শুরু করেছি। মানুষের অধিকারকে রক্ষার জন্য ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধার করে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর জন্য আমরা এগিয়ে চলছি। এই সরকারকে পরাজিত করে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। যে কোন চ্যালেন্জ মোকাবেলা করে আগামী শনিবারের পদযাত্রা কর্মসূচি সফল করবো। এগিয়ে চলাই হবে আমাদের বিজয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে গোটা বাংলাদেশ আজকে জেগে উঠেছে। সরকারের শত বাধা বিপত্তি উপেক্ষা করে বিগত কর্মসূচিগুলো চট্টগ্রামের মানুষ সফল করেছে। আগামী শনিবারের পদযাত্রা কর্মসূচিও যেকোন মূল্যে সফল করতে হবে। সাধারণ মানুষ এখন ক্ষমতাসীনদের হাত থেকে মুক্তি চায়।
চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান, হাজী মো. আলী, নিয়াজ মো. খান, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, নাজিম উদ্দীন আহমেদ, আর ইউ চৌধুরী শাহীন, জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম, মন্জুর আলম মন্জু, আনোয়ার হোসেন লিপু, গাজী মো. সিরাজ উল্লাহ, মন্জুর আলম চৌধুরী মন্জু, মো. কামরুল ইসলাম, মহানগর মহিলাদলের সাবেক সভাপতি মনোয়ারা বেগম মনি, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন বুলু, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. আজম, হাজী মো. সালাউদ্দীন, আবদুস সাত্তার সেলিম, মো. সেকান্দর, হাজী হানিফ সওদাগর, আবদুল্লাহ আল হারুন, সরফরাজ কাদের রাসেল, ডা. নুরুল আবছার, এম আই চৌধুরী মামুন, থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, জাহিদ হাসান, মো. শাহাবুদ্দীন, হাজী বাদশা মিয়া, জসিম উদ্দিন জিয়া, মাঈনুউদ্দীন চৌধুরী মাঈনু, মনির আহম্মেদ চৌধুরী, আবদুল কাদের জসিম, রোকন উদ্দিন মাহমুদ, নুর হোসাইন, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন প্রমূখ।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচন হতে দেওয়া হবে না
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন