জর্ডানের উদ্যোগে ইসরাইল ও ফিলিস্তিনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে। তাতে উভয় পক্ষই উত্তেজনা প্রশমনে পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। রোববার জর্ডানের লোহিত সাগরপাড়ে অবকাশযাপন কেন্দ্র আকাবায় মিলিত হন দুই দেশের কর্মকর্তারা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। মিটিং শেষে তারা একটি যৌথ বিবৃতি দিয়েছেন। তাতে বলা হয়েছে, আরও উত্তেজনা প্রতিরোধে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন তারা। তারা উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয় ক্ষেত্র সৃষ্টিতে প্রতিশ্রুতি দিয়েছেন। চার মাসের মধ্যে ইসরাইল নতুন যেসব বসতি নির্মাণের উদ্যোগ নিয়েছে, তা নিয়ে আলোচনা বন্ধ রাখতে প্রতিশ্রুতি দিয়েছে।
৬ মাস পর্যন্ত তারা নতুন বসতি অনুমোদন দেয়াও বন্ধ রাখবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডানের কর্মকর্তারাও। মার্চে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান।
এর আগে ফিলিস্তিনের মুসলিমরা যাতে পবিত্রতার সঙ্গে, যথাযথ মর্যাদার সঙ্গে রমজান পালন করতে পারেন, সেজন্য আলোচনার উদ্যোগ নেয় জর্ডান। তাই তিন থেকে ৬ মাস পর্যন্ত একতরফা পদক্ষেপ নেয়া অবিলম্বে বন্ধ করতে যৌথভাবে প্রস্তুতি এবং প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ। একে বড় রকমের অগ্রগতি হিসেবে দেখছে স্বাগতিক জর্ডান, মিশর এবং যুক্তরাষ্ট্র। একে ‘স্টার্টিং পয়েন্ট’ বলে স্বীকার করেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।