২১শে ফেব্রুয়ারি সকাল ৯টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এস.রহমান হলে সন্দীপনা কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৩ উপলক্ষে ৫ দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীতে ছিল-প্রত্যুশে প্রভাত ফেরীসহ শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ, ‘‘মায়ের বুকের সুধা ধারার মতো মাতৃভাষা প্রতিটি জাতির অমূল্য সম্পদ” শীর্ষক আলোচনা সভা, দলীয় উদ্বোধনী সংগীত, সন্দীপনা ঘোষিত ২১ শে স্মারক সম্মাননা প্রদান, ২১ এর পদাবলী, গণ সংগীত পরিবেশন, নৃত্যানুষ্ঠান, কবিতা পাঠের আসর প্রভৃতি। সন্দীপনার উপদেষ্টা, চবি সিনেট সদস্য , সমাজ বিজ্ঞানী ড. মঞ্জুর-উল- আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সম্মানিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- আচার্য্য দীনশ চন্দ্র সেন রিচার্স সোসাইটি ভারতের মহাসচিব অধ্যাপক দেবকন্যা সেন, ইউএসটিসির সাবেক উপাচার্য্য অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম, বিশিষ্ট লেখক, গবেষক পার্থ প্রতীম ঝা ভারত, কবি মিসেস খনা মন্ডল বন্দোপাধ্যায় ভারত, ভারতের বিশিষ্ট গবেষক ও লিখিকা জয়শ্রী মুখার্জী ঝাঁ, মুক্তিযুদ্ধের নিউক্লিয়াসের সদস্য সংগঠক সুযশময় চৌধুরী, সাংবাদিক বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, খ্যাতিমান বস্ত্র নকশা শিল্পী রওশন আরা চৌধুরী, লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, বর্ষিয়ান কবিয়াল আব্দুল লতিফ, সংগঠক প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ, সংগঠক হাবিবুর রহমান হাবিব, সংগঠক মাসুম আক্তার, বিশিষ্ট সংস্কৃতি সেব নিলুপার জাহান, নাট্য ও চলচিত্র অভিনেতা জাবের হোসেন, সংগঠক দুলাল কান্তি বড়ুয়া, সরকারি সিটি কলেজের খন্ডকালিন শিক্ষক নাজজেদা নাহার তরা, সংস্কৃতি সেবী মোহাম্মদ হোসেন, কবিয়াল সন্তোষ কুমার, সংগঠক নিবেদিতা আচার্য, সংগঠক শিল্পী শর্মা, শিক্ষিকা তাহেরা খাতুন, সংগঠক শৌল বৈরাগী জসিম উদ্দিন চৌধুরী, কবি সজল দাশ, ডাঃ শিউলী চৌধুরী, আইটি স্পার্ট ধনঞ্জয় শর্মা, রাজনৈতিক আক্তার হোসেন, কালিম শেখ, রাজনৈতিক জয়নাল আবেদীন, সংগঠক রুহুল আমিন, শ্রী কৃষ্ণ মন্ডল, এমরান হোসেন মিটু, ফরহাদ উল্লাহ, আসমা সুলতানা, শিল্পী দাশ, প্রীতি দাশ, মো: মোস্তাফিজুর রহমান মানিক, দীলিপ সেন গুপ্ত, নাট্যকর্মী মোঃ রাশেদ প্রমূখ। উদ্যাপন পরিষদের মহাসচিব মেজবাহ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে স্বাগত ভাষণ রাখেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাষ্কর ডি কে দাশ মামুন।
প্রতি বছরের মতো সন্দীপনা ঘোষিত ২১ শে স্মারক সম্মাননা ২০২৩ পেয়েছেন-বীরোচিত কর্মের জন্য শেখ-এ চাটগাম কাজেম আলী মাষ্টার (মরনোত্তর), চিকিৎসা ও সমাজ সেবার জন্য অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, মাতৃস্বাস্থ্য ও সমাজ উন্নয়নের জন্য মাতৃবন্ধু এ এইচ.এম নোমান, সাহিত্যচর্চা পার্থ প্রতিম ঝাঁ ভারত, সমাজ উন্নয়নে তারন্য উদ্দীপ্ত কর্ম প্রয়াসের জন্য সঞ্চিতা বড়ুয়া, কাব্য চর্চায় তারেক নাথ দত্ত পশ্চিম বঙ্গ।
আলোচনায় বক্তারা বলেন, প্রতিটি জাতির কাছে তার মাতৃভাষা মায়ের বুকের দুগ্ধ স্বরুপ। মায়ের মুখের ভাষা দিয়ে প্রতিটি শিশুর মুখের বোল ফুটে। এই সম্পদের মান প্রতিটি জাতির কাছে অমূল্য। বাঙালী জাতি সেই মায়ের ভাষা রক্ষা করতে ঢাকার রাজপথ রঞ্জিত করেছিল। সালাম, রফিক, জব্বর সকলেই তাই আমাদের শ্রেষ্ঠ সন্তান। সবার পক্ষ থেকে চট্টগ্রামে স্বতন্ত্র বাংলা ভাষার ইনিস্টিটিউট, নিউজিয়াম এবং বাংলা একাডেমীর বিভাগীয় দপ্তর প্রতিষ্ঠার জন্যে সরকার বাহাদুরের কাছে জোর দাবী জানানো হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে সন্দীপনার কেন্দ্রীয় শিল্পীদের মাঝে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন- শিল্পী এম.এ হাশেম, শিল্পী সমির চন্দ্র সেন, শিল্পী বাসুদেব রুদ্র, শিল্পী বৃষ্টি দাশ, শিল্পী জ্যোতি শর্মা, মৈত্রী আচার্য্য, প্রান্ত দেব, ডা: শিউলী চৌধুরী, কবি খনা মন্ডল,মিন্টু কুমার বড়ুয়া, মিতা দাশ, আঁখি আক্তার, আসমা সুলতানা, শারমিন আক্তার, সুমন দে, মনিষা দাশ, আরুপ সাহা, হাসান সানি, মো: একরামুল হোসেন, মেঘনা দাশ দোলা, শিল্পী তপন কুমার দাশ প্রমুখ।