চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বসতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তবে ঠিক কবে নাগাদ এই বৈঠক হবে তা জানাননি তিনি। জেলেনস্কি বলেন, আমি শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছি। আমার আশা, এই বৈঠক দুই দেশ এবং গোটা বিশ্বের নিরাপত্তার জন্য লাভজনক হবে।
জেরুজালেম পোস্ট জানিয়েছে, সম্প্রতি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে চীন। এতে কয়েক দফা শর্তের ভিত্তিতে দুই দেশকে শান্তি স্থাপনের প্রস্তাব দেয়া হয়েছে। জেলেনস্কি চীনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেন, যে দেশ নিজে প্রথমে আক্রমণ করেছে তাকেই প্রথম শান্তি প্রস্তাব রাখতে হবে। এটি হবে একটি গুরুত্বপূর্ণ বার্তা যে, তারা আসলেই এই শান্তিতে বিশ্বাস করে। জেলেনস্কি বলেন, এখন পর্যন্ত আমি পুরো বিষয়টিকে ইতিবাচক সংকেত হিসেবেই দেখছি, জানি না ভবিষ্যতে কী হবে।
জেলেনস্কি জানান, চীন যে প্রস্তাব দিয়েছে তা কোনো ‘কংক্রিট প্ল্যান’ নয়, শুধু মাত্র একটি ধারণা।
তিনি চীনকে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির বিষয়ে সাবধান করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বাস করতে চাই যে, চীন শেষ পর্যন্ত রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে না। আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই এক নাম্বার শর্ত।