উচ্চামাত্রার বায়ুদূষণের সঙ্গে মানুষের অস্থি বা হাড়ের ভঙ্গুরতার সম্পর্ক রয়েছে। নতুন এক গবেষণা থেকে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, যত বেশি শব্দ দূষণ তত বেশি অস্টিওপোরোসিসের (অস্থিতে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়া) ঝুঁকি। যা মানুষের অস্থি তথা হাড়কে আরও বেশি নাজুক এবং ভঙ্গুর করে তোলে।
বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যালার্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্টিওপরোসিসের ঝুঁকি বেড়ে যায় বিশেষ করে ৪৫ বছরের বেশি নারীদের মধ্যে এটি আরও বেশি। এই গবেষণায় ঋতুচক্র বন্ধ হয়ে গেছে এমন ৯ হাজার ৪১ জন নারীর অস্থি নিয়ে গবেষণা চালানো হয়েছে। যেখানে দেখা গেছে, এই বয়সী নারীদের অস্থি শব্দ দূষণের ফলে আরও বেশি ভঙ্গুর হয়ে পড়ে।
গবেষকরা দেখেছেন, নির্দিষ্ট মাত্রার বেশি ডেসিবল শব্দ দূষণের কারণে শরীরের হাড় বিশেষ করে ঘাড়, মেরুদণ্ড এবং নিতম্বসহ বিভিন্ন স্থানের হাড়ে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইডের পাশাপাশি হাড়ের অন্যান্য খনিজের ঘনত্বও কমে গেছে।
এই বিষয়ে নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জৈবচিকিৎসা বিজ্ঞানী দিদিয়ের প্রাদা বলেছেন, ‘আমাদের গবেষণা নিশ্চিত করে যে, বাতাসের নিম্ম গুণগত মান হাড় ক্ষয়ের জন্য ঝুঁকির কারণ হতে পারে।’
অতীতের গবেষণাগুলো বায়ুদূষণ এবং হাড়ের ভঙ্গুরতার বিষয়টি নিয়ে প্রায় একই ধরনের ফলাফল দেখিয়েছে। তবে এই গবেষণাটি বিশেষত ঋতুচক্র বন্ধ হয়ে যাওয়া নারীদের ওপর বায়ু দূষণের প্রভাব নিয়ে আলোকপাত করেছে।