একটা সময় ছিল যখন বাঙালি যুবক চাকরি পেলেই তার অভিভাবকরা তাকে বলতো- পারলে একটা এলআইসি করিয়ে নিস। আর এবার এলআইসি’র টাকা পলিসি ম্যাচিওর করার আগেই তুলে নেয়ার লম্বা লাইন পড়ছে প্রতিদিন। সৌজন্যে-ইতিমধ্যেই বিশ্বের ধনী তালিকায় তিন থেকে ২৯ নম্বরে নেমে যাওয়া শিল্পপতি গৌতম আদানি।
আদানিদের বিভিন্ন ব্যবসায় লগ্নি করে এলআইসি বা জীবনবিমা কর্পোরেশন ৫০ হাজার কোটি টাকা খুইয়েছে। গ্রাহকদের মনে এরপরই সন্দেহ দেখা দিয়েছে- এলআইসি তাদের গচ্ছিত টাকা ফেরৎ দিতে পারবে তো? এরপরই এলআইসি থেকে টাকা তুলে নেয়ার হিড়িক পড়েছে। এলআইসি কর্তৃপক্ষ যদিও বলছে যে, গ্রাহকদের অর্থ সুনিশ্চিত আছে তাও প্রতিদিন আদানিদের পতন এলআইসি গ্রাহকদের আতঙ্কের মধ্যে রেখেছে। এলআইসি আদানি এন্টারপ্রাইজ, আদানি টোটাল গ্যাস এবং আদানি পাওয়ারে লগ্নি করেছিল সব থেকে বেশি। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর দেখা যায়, এই তিন সংস্থার শেয়ার পতন সর্বাধিক এবং এলআইসির লগ্নি করা অর্থের মধ্যে ৫০ হাজার কোটি টাকা ক্ষতির তালিকায়। এলআইসির এই ধাক্কা সামলানোর ক্ষমতা নিয়ে গ্রাহকরাই দোদুল্যমান। তাই তাদের এই অনীহা।
আদানিকাণ্ডের পর এলআইসি বিপাকে, বিমা প্রত্যাহারের হিড়িক

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন