রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দশম প্যাকেজ ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের এক বছর পূর্ণ হওয়ার দিনে এই প্যাকেজ ঘোষণা করা হয়। এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য আরও সীমিত হয়ে পড়বে। শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, এই নিষেধাজ্ঞার প্যাকেজটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।
আল-জাজিরার খবরে বলা হয়, এবারের প্যাকেজে রাশিয়ার পক্ষে খবর প্রচার করা মাধ্যমগুলোকেও টার্গেট করা হয়েছে। টুইটারে ইইউ লিখেছে, সদস্য দেশগুলো ইউক্রেনকে যুদ্ধে জেতাতে সব থেকে শক্তিশালী এবং বৃহৎ পরিসরের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ইউরোপ ইউক্রেন এবং ইউক্রেনীয়দের পাশে রয়েছে। আগামীতেও যতদিন প্রয়োজন ইউক্রেনকে সমর্থন দেয়া অব্যাহত থাকবে। এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার আরও কয়েকটি ব্যাংক সুইফট সিস্টেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ইউরোপ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য অন্তত ১০.৫ বিলিয়ন ডলার হ্রাস পাবে।
এদিকে ইউক্রেনের বহুদিনের দাবি লিপার্ড-২ ট্যাংকের প্রথম চালান পৌঁছেছে দেশটিতে। রুশ হামলার বর্ষপূর্তিতে শুক্রবার কিয়েভকে এ ট্যাংক সরবরাহ করে প্রতিবেশী পোল্যান্ড।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, পোলিশ লিওপার্ড শুক্রবার ইউক্রেনে পৌঁছে গেছে। এই ট্যাংকটি জার্মানির তৈরি। ইউক্রেনের দাবি, কয়েক ডজন লিওপার্ড ট্যাংক দিয়েই তারা রাশিয়াকে হটিয়ে দিতে পারবে। বহু নাটকীয়তার পর জার্মানি ইউক্রেনকে লিওপার্ড দিতে রাজি হয়েছে। এছাড়া অন্য যেসব দেশের কাছে লিওপার্ড বিক্রি হয়েছে, তারাও যদি ইউক্রেনকে তা দিতে চায় তাতে বাধা না দেয়ার কথা জানিয়েছে দেশটি।
ইউক্রেনকে লিওপার্ড সরবরাহের প্রস্তাব প্রথম করেছিল পোল্যান্ডই। তবে নিজেদের তৈরি এসব ট্যাংক ইউক্রেনে পাঠাতে শুরুতে অনিচ্ছুক ছিল জার্মানি। তখন এ গড়িমসির জন্য বার্লিনের কড়া সমালোচনা করে পোল্যান্ড। লিওপার্ড ছাড়াও যুক্তরাষ্ট্রের আব্রামস এবং বৃটেনের চ্যালেঞ্জার ট্যাংক পাচ্ছে ইউক্রেন।