চলতি প্রজন্মের অত্যান্ত মেধাবী অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটকের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন তিনি। কলকাতায় সম্প্রতি মুক্তি পেয়েছে ফারিণ অভিনীত প্রথম ছবি। সব মিলিয়ে ফারিণের বৃহস্পতি যেন এখন তুঙ্গে। এরইমধ্যে নতুন সুখবর দিলেন এ অভিনেত্রী। তার জীবনে যুক্ত হলো নতুন এক সাফল্যের পালক। গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন অভিনেত্রী। সম্প্রতি হয়ে গেল কনভোকেশন। ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। তাইতো উচ্ছ্বসিত ফারিণ কনভোকেশনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ফাইনালি বিবিএ গ্র্যাজুয়েট।
অভিনেত্রীর পোস্টের নিচে ভক্তদের শুভেচ্ছা ও শুভ কামনার মন্তব্য জমতে থাকে একের পর এক। এদিকে তার অভিনীত কলকাতার অতনু ঘোষ নির্মিত ‘আরও এক পৃথিবী’ ভারতে মুক্তি পেয়েছে ৩রা ফেব্রুয়ারি। ফারিণ ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্য। বর্তমানে এ অভিনেত্রী ব্যস্ত সময় পার করছেন ঈদের নাটকের কাজ নিয়ে। তাছাড়া বিভিন্ন ওটিটি প্ল্যাটফরমেও কাজ করছেন তিনি। এ অভিনেত্রী বলেন, ঈদের কাজ নিয়ে ব্যস্ততা বেশি যাচ্ছে। বেছে বেছে কাজ করছি এবার। মনের মতো গল্প ও চরিত্র হলেই কেবল সেই নাটক করছি। সামনে ওটিটি’র কাজেও দর্শক আমাকে পাবেন।