রায়পুরগামী বিমান থেকে নামিয়ে প্রবীণ কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেপ্তারের ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে।
কংগ্রেসের অভিযোগ, রায়পুরে সভাপতি নির্বাচনের প্ল্যানারি সেশন ভাঙার জন্যই বিজেপির এই ষড়যন্ত্র। আসাম পুলিশের অভিযোগের ভিত্তিতে প্রবীণ এই কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করা হয় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। পরে দিল্লি হাইকোর্ট পবন খেরাকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। ২৭ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি হবে। কিন্তু কী বলেছিলেন পবন খেরা যার জন্য তাকে গ্রেপ্তার হতে হলো? জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি একটি সাংবাদিক সম্মেলনে পবন খেরা বলেন, প্রধানমন্ত্রীর পিতৃপ্রদত্ত নাম নরেন্দ্র দামোদর দাস মোদি। এবার সেটা পাল্টে নরেন্দ্র গৌতম দাস গান্ধী করা উচিত। বলাই বাহুল্য যে গৌতম আদানি সম্পর্কে প্রধানমন্ত্রীর নীরবতা এবং তার আদানিদের সঙ্গে সম্পর্ক নিয়েই এই কটাক্ষ। বিজেপির বক্তব্য, নরেন্দ্র মোদিকে শুধু নয়, তার প্রয়াত বাবাকেও এর মাধ্যমে অপমান করা হয়েছে। আসামে এই মর্মে একটি এফআইআরও হয়। তার ভিত্তিতেই এই গ্রেপ্তার।
উল্লেখযোগ্য যে, সুপ্রিম কোর্ট ঘৃণা ভাষণ রুখতে পুলিশকে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছিলো।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে বলেছেন, প্রধানমন্ত্রী আদানি প্রসঙ্গে মৌনব্রত নেয়ার প্রেক্ষিতে এটি ঘৃণা ভাষণ মোটেই নয়। দেশের মানুষের ক্ষোভ পবন খেরার মাধ্যমে প্রতিফলিত হয়েছে। আসলে বিজেপি ভয় পাচ্ছে কংগ্রেসকে। তাই প্ল্যানারি সেশন ভাঙতে এই অপচেষ্টা। পবন খেরা জামিন পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। কী বলছেন পবন খেরা? তিনি দেশের আইন ব্যবস্থার প্রতি আস্থা দেখিয়ে বলেন, আমি নিজের বক্তব্য থেকে সরছি না। গৌতম আদানিদের সেবা করতে করতে প্রধানমন্ত্রী সত্যিই গৌতম দাস হয়ে গেছেন।