রাউজানে দুই সন্তানের জননীকে নিয়ে উধাও হওয়ার পর স্বামী রিটন দেব এর থানায় দেওয়া অভিযোগ
শফিউল আলম,রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানের পাহাড়তলী ইউনিয়নের জগৎপুর আশ্রম থেকে দুই সন্তানের জননীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠছে মো: রুবেল (৪০) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নারীর স্বামী রিটন দেব বাদী হয়ে রাউজান থানায় একটি অভিযোগ করেছেন। এর আগেও অভিযুক্ত রুবেল একাধিক বিয়ে করেন একটি মেয়ের সাথে ৬ বছর সংসার করে থাকে নির্যাতন করে তাড়িয়ে দেন। পরে সেই আরোও একটি হিন্দু মেয়েকে পালিয়ে এনে বিয়ে করেন বর্তমানে সেই ঘরে দুই সন্তান রয়েছে বলে সূত্রে জানা গেছে। এ বিষয়ে পালিয়ে যাওয়া চম্পা দেব এর স্বামী রিটন দেব ও মা ঝর্ণাদে বলেন, গত (৫ ফেব্রুয়ারী) আনুমানিক সন্ধ্যার সময়ে আমি এবং আমার শাশুড়ি ঝর্ণা দে ঘরে না থাকার সুযোগে আমার স্ত্রীর সাথে মোবাইলে যোগাযোগ করে ফুসলাইয়া কৌশলে আমার স্ত্রীকে আমার বসতঘর হইতে বাহির করিয়া সিএনজি অটোরিক্সা যোগে অজ্ঞাতস্থানে নিয়া যায়। আমার স্ত্রী যাওয়ার সময় তার ব্যবহারে থাকা ২ ভরি স্বর্ণালংকার, গরু বিক্রির নগদ ২,০০,০০০ টাকা, ঋণের বিভিন্ন নগদ ৩০,০০০ টাকা, ১ টি মোবাইল সেট সহ কিছু কাপড় নিয়া যায়। পরবর্তীতে আমি এবং আমার শ্বাশুড়ি বাহির হইতে ঘরে আসিয়া আমার স্ত্রীকে এবং স্বর্ণালংকার, টাকা পয়সা না পাইয়া সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করিয়া না পেয়ে রাউজান থানায় গত ৭ ফেব্রুয়ারি একটি অভিযোগ প্রদান করি। তারা আরও জানান, ঘটনার বিষয়ে প্রতিবাদ করলে আমাদের হুনকিসহ ঘটনার বিষয়ে আমি বা আমার পরিবারের কেউ আইনের আশ্রয় নিলে মারিবে, কাটিবে, মিথ্যা মামলায় ফাসাইবে, দেখিয়া নিবে। বিবাদীগনের কর্মকান্ড ও হুমকির কারনে আমি নিরুপায় হয়ে ন্যায় বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করি। স্থানীয়রা জানান, রুবেল চরিত্রহীন, নারী লোভী প্রকৃতির লোক, ইতোপূর্বে সেই একাধিক বিবাহ করেন। এদিকে পালিয়ে নিয়ে যাওয়া চম্পাদের সংসারের লিমন দেব নামের ১২ বছর পুত্র সন্তান এবং ৭ বছর বয়সী পুষ্পা দেব নামের এক কণ্যার রয়েছে।দুই সন্তানের জননী চম্পা দেব উধা ও হওয়ার ১৭ দিন অতবিাহিত হলে ও তার হদিস না পেয়ে মায়ের জন্য কান্নাকাটি করেছে অবুঝ দুই সন্তানেরা। আর মেয়ের জন্য অপেক্ষায় রয়েছে পালিয়ে যাওয়া মেয়ে চম্পার মা ঝর্ণাদে।
পুর্ব রাউজান রশিদর পাড়ায় হক কমিটির মিলাদ মাহফিল অনুষ্ঠিত
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহিম উদ্দীনের পরিবারের ব্যবস্থাপনায় বিশ্ব অলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) এর চন্দ্রবার্ষিকী ফাতেহা ও মরহুম আবদুল সালামের ফাতেহা শরীফ উপলক্ষে মিলাদ মাহফিল ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।গত ২২ ফেব্রুয়ারী বুধবার বাদে মাগরিব পূর্ব রাউজান রশিদর পাড়া এলাকায় নিয়াজ মুকিম বাড়িতে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আবদুল নবী মেম্বার।উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও রাউজান প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিউল আলম, প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মুহাম্মদ মনজুরুল ইসলাম চৌধুরী। মাওলানা মহিম উদ্দীনের পরিচালনায় তকরির করেন আল্লামা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী,আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকী,মাওলানা নিজাম উদ্দিন মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা (ক) জোনের সমন্বয়ক মুহাম্মদ আনিসউল খান বাবর, রাউজান উপজেলা (গ) জোনের সমন্বয়ক মুহাম্মদ নাজিম উদ্দীন কালু, রাউজান প্রেসক্লাবের অর্থ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন সাজ্জাদ রাউজান কদল পুর শাখার সভাপতি মুহাম্মদ নূরুল আলম, মুহাম্মদ নূরুল আলম চৌধুরী, মুহাম্মদ আবদুল মান্নান, মুহাম্মদ ফোরকান চৌধুরী এমদাদ হোসাইন রিপন,মুহাম্মদ ইকবাল হোসাইন ইমন, মুহাম্মদ কাউছার,মুহাম্মদ হারুন প্রমূখ।