আজ লন্ডন থেকে সরাসরি ঢাকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। সঙ্গে রয়েছেন স্ত্রী ডোনা। সৌরভের একমাত্র মেয়ে সানা লন্ডনে পড়াশোনা করেন। সৌরভ তাই প্রায়ই লন্ডন যান। সেখানে তার একটি ফ্ল্যাটও আছে। এবার লন্ডন থেকে কলকাতায় না এসে তিনি ঢাকায়। এখানে মেয়রস কাপ-এর তিনি উদ্বোধন করবেন। তাছাড়া একটি ভারতীয় ব্যাংকের ঢাকা শাখারও উদ্বোধন করবেন তিনি। এদিকে সৌরভের বায়োপিকে তার ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচিত হয়েছেন রণবীর কাপুর। সৌরভের পছন্দ ছিল হয় রণবীর কাপুর নয় হৃতিক রোশান তার ভূমিকায় থাকুন।
রণবীরের ডেট পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিলো, তা মিটে গেছে। অল্প কিছুদিনের মধ্যে রণবীর কলকাতায় আসবেন। তিনি সৌরভের বাড়িতে যাবেন, এছাড়াও যাবেন বরিশায়, বেহালার ডগলাস মাঠে, মোহনবাগান মাঠে। আসলে ছবিটিকে রিয়াল বানাতে চাইছেন প্রযোজকরা। এর আগে শচীন টেন্ডুলকারকে নিয়ে ছবি হয়েছে, ধোনি – আজহারকে নিয়ে বায়োপিক হয়েছে, কপিলদেবের বিশ্বজয় নিয়ে ৮৩-এর মত সিনেমা হয়েছে। সৌরভের বায়োপিক সম্পূর্ণ আলাদা হবে। সৌরভের আগ্রাসী মানসিকতা তার রোমান্টিসিজম,- সব ধরা পড়বে বড় পর্দার ক্যানভাসে।