এবছর হজযাত্রীদের ছবি ও আঙ্গুলের ছাপ দিয়ে ভিসা সংগ্রহ করতে হবে। এজন্য হজ গমনেচ্ছুদের পাসপোর্ট নিজের কাছে সংরক্ষণের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া হজের নিবন্ধনের সময় ২৮ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজকীয় সৌদি সরকার এ বছর হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে ছবি ও আঙ্গুলের ছাপ সম্বলিত বায়োমেট্রিক ভিসা চালু করতে যাচ্ছে। এ পদ্ধতির অধীনে ভিসার আবেদন সাবমিট করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নতুন এ পদ্ধতিতে ভিসা করার জন্য পাসর্পোট আপাতত নিজের নিকট সংরক্ষণ করতে হবে। তবে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করে যারা ইতোমধ্যে পাসপোর্ট হজ অফিস, আশকোনা ঢাকায় জমা দিয়েছেন, ভিসা কার্যক্রম শুরু হলে তারা সেখানে গিয়ে বায়োমেট্রিক ভিসার আবেদন করতে পারবেন অথবা সেখান থেকে পাসপোর্ট নিয়ে অন্যকোন সেন্টার হতেও ভিসার আবেদন করতে পারবেন। ভিসা কার্যক্রম শুরু হলে ভিসা সাবমিটের সেন্টার এবং পদ্ধতি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হজযাত্রী নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪ টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।
নির্ধারিত সময়ের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য এসএমএস পেয়েছেন এমন সকলেই হজের নিবন্ধন করতে পারবেন।