আনোয়ারার কেইপিজেডে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় মোহাম্মদ দিদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের বাড়ি আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক বলেন, দিদার নামের এক যুবক কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।