চট্টগ্রাম জামালখান এলাকায় পুরাতন ভবনের দেয়াল ধসে মো. জসিম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জামালখানের সিঁড়িরগোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর।
তিনি বলেন, একটি দুইতলা পুরনো ভবন ভাঙার কাজ চলছিল। এ সময় হঠাৎ ভবনটি বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাকে চমেক হাসপাতালে নিয়ে গেছে বলে শুনেছি।