হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর সম্মতি নিয়ে তাকে হত্যার হুমকির ঘটনায় কানাইঘাট থানায় জিডি করেছেন তারই চাচাতো ভাই রাহাত চৌধুরী। পুলিশ অনলাইনে দায়ের করা এই জিডিকে গ্রহণ করে তদন্ত শুরু করেছে। জিডিতে অভিযুক্ত করা হয়েছে হারিছ চৌধুরীর চাচাতো ভাই বিএনপি নেতা আশিক চৌধুরীকে। আত্মগোপনে থাকা অবস্থায় গত বছর ঢাকার একটি হাসপাতালে মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। তার মৃত্যুর পর নানা বিষয় নিয়ে পরিবারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। বিশেষ করে স্থানীয় সড়কের বাজারে হারিছ চৌধুরীর প্রতিষ্ঠিত এতিমখানার তহবিল তসরুপ নিয়ে নানা কথা উঠেছে। এই এতিমখানার দেখভাল করছেন হারিছ চৌধুরীর এক সময়ের ঘনিষ্ঠজন আশিক চৌধুরী। তিনি গত ১৭ই জানুয়ারি নিজ বাড়িতে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন। আর ওই অনুষ্ঠানে এতিমখানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আশিক চৌধুরী তার প্রয়াত ভাই হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীকে হুমকি দেন বলে পরিবার থেকে অভিযোগ করা হয়। সামিরা চৌধুরীকে গলাটিপে হত্যা করার প্রকাশ্য হুমকি দেন বলে জানিয়েছেন অভিযোগকারী রাহাত চৌধুরী।
এ ব্যাপারে হুমকি প্রদানের পরপরই কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
কিন্তু সামিরার মতামত না থাকার কারণে পুলিশ ওই অভিযোগটি আমলে নেয়নি। কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানিয়েছেন, ঘটনার পর সামিরা চৌধুরী বৃটেনের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অভিযোগের ব্যাপারে সম্মতি জানান এবং ঘটনা খতিয়ে দেখারও অনুরোধ করেন। এর প্রেক্ষিতে কানাইঘাট থানা পুলিশ সামিরার সম্মতিপত্রসহ রাহাত চৌধুরীর অনলাইনে পাঠানো সাধারণ ডায়েরি গ্রহণ করে। গত সোমবার রাত থেকে পুলিশ সেটি তদন্ত শুরু করেছে। ওসি জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, জিডিতে উল্লেখ করা হয়েছে- আশিক চৌধুরী গত ১৭ই জানুয়ারি একটি অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে সামিরা তানজিন চৌধুরীকে ‘গলাটিপে হত্যা’ করার কথা বলেন। এ সময় হারিছ চৌধুরীর পরিবারের অন্য সদস্যদের নিয়েও বিষোদগার করেন তিনি।