শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের মিরা পাড়া এলাকার বাসিন্দ্বা ইউছুপ আলী গুন্নুর গোয়াল ঘর থেকে ৪টি উন্নতজাতের গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায় । গত ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোর রাতে এ¦ি চুরির ঘটনা সংঘঠিত হয় । ইউছুপ আলী গুন্নুর ভাই জব্বার আলী জানান, গত ২০ ফেব্রুয়ারী সোমবার দিবাগত রাতে তার ভাই ইউছুপ আলী গুন্নু তার গোয়াল ঘরে বেধে রাতেই ঘরে ঘুমাতে যায় । গত ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার ভোররাতে গোয়াল ঘরে গিয়ে দেখেন গোয়াল ঘরে তার গরু নেই । ইউছুপ আলী গুন্নু তার গোয়াল ঘরের গরু চুরি করে নিয়ে যাওয়ার পর রাউজান নোয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জয়নাল আবেদীনকে জানান । পুলিশ ও ইউছুপ আলী গুন্নু তার পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোজঁ করে চুরি করে নিয়ে যাওয়া গরুর কোন হদিস পায়নি । এ¦কই রাতে রাউজানের উরকিরচর মিরা পাড়া এলাকার পাশে পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই এলাকার সাগর সরকারের তিনটি গরু চুরি করে নিয়ে যায় । সাগর সরকারের গরু চুরি করে নিয়ে যাওয়ার সময়ে পাশ্ববর্তী একটি স্কুলে ২১ ফেব্রুয়ারী আন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজকদের উপস্থিতির কারনে সাগর সরকারের গরু চোরের দলের সদস্যরা পাশবর্তী খালী ফসলী জমিতে ছেড়ে দিয়ে চলে য্য়া । এ ব্যাপারে রাউজান নোয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ জয়নাল আবেদীনের কাছে জানতে চাইলে, নোয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জয়নাল আবেদীন বলেন, উরকিরচর মিরা পাড়া থেকে গরু চুরির ঘটনার ব্যাপারে মৌখিক ভাবে জানানোর পর পুলিশ চুরি করে নিয়ে যাওয়া গরুর খোজে বিভিন্ন এলাকায় প্রচেষ্টা চালিয়ে চুরি করে নিয়ে যাওয়া গরুর সন্দ্বান পায়নি । মগদাই এলাকা থেকে সাগর সরকারের চুরি করে নিয়ে যাওয়া তিনটি গরু চোরের দল স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে ফসলী জমিতে ছেড়ে দিয়ে পালিয়ে যায় । গরু চুরির ঘটনার ব্যাপারে লিখিত কোন অভিযোগ ও মামলা করেনি ।
রাউজানের উরকিরচর থেকে এক ব্যক্তির গোয়াল ঘর থেকে ৫টি গরু চুরি
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন