শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের বাচাঁ মিয়ার দোকানের পশ্চিম পাশে ইসমাইল দফাদার প্রকাশ সৈয়দ কাজীর বাড়ীর মৃত আবদুস সমদের পুত্র আইনুল ইসলাম নয়ন (২৩) আবুদাবীতে গত ৭ ফেব্রুয়ারী টাইলসের দোকানে কাজ করার সময়ে সিড়ি থেকে পড়ে মারাত্বকভাবে আহত হয় । আহত আইনুল ইসলাম নয়নকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় । হাসপাতালে চিকিৎসারত অব্স্থায় গত ১৩ ফেব্রুয়ারী আইনুল ইসলাম নয়ন মারা যায় । আবুদাবীতে মৃত্যুবরন কারী প্রবাসী আইনুল ইসলাম নয়নের লাশের কফিন গতকাল ২২ ফেব্রুয়ারী বুধবার সকালে বিমান যোগে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দরে নিয়ে আসা হয় । চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে গাউসিয়া কমিটির এ্যম্বুলেন্সে করে নয়নের লাশের কফিন গতকাল ২২ ফেব্রƒযারী বুধবার দুপুর বারটার সময়ে তার বাড়ীতে নিয়ে আসেন । বাড়ীর সামনে উঠানে গাউসিয়া কমিটির এ্যম্বুলেন্স রেখে প্রবাসী আইনুল ইসলাম নয়নের লাশের কফিন তার পরিবারের সদস্যরা নামাতে চাইলে, প্রবাসী নয়নের আত্বীয় রাউজান পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাহানগর শরীফ বাড়ীর বাসিন্দ্বা মিজান, রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার বাসিন্দ্বা মনি সহ ১০ থেকে ১৫ জন বাধা দেয় । এসময়ে প্রবাসী আইনুল ইসলাম নয়নের চাচা আবদুল মোনাফ, আবদুর রহমান শাহিন রমজান আলী, সাইফউদ্দিন এতে মিজান ও মনি সহ তাদের সহযোগীদের বাধা অমান্য করে আইনুল ইসলাম নয়নের লাশের কফিন ্্্্এ্যম্বুলেন্স থেকে নামানোর জন্য এগিয়ে আসলে মিজান ও মনি তার সহযোগীরা আইনুল ইসলাম নয়নের চাচা আবদুল মোনাফ, আবদুর রহমান শাহিন রমজান আলী, সাইফউদ্দিনকে মারধর করে। এতে দু পক্ষের মধ্যে সংর্ঘষ দুপুর দেড়টা পর্যন্ত চলে । এলাকার বাসিন্দ্বা গাউসিয়া কমিটি বাংলাদেশ এর স্বেচ্ছাসেবক আবদুর রহমান বলেন, প্রবাসী আইনুল ইসলাম নয়ন প্রবাসে সম্প্রতি রাউজান থেকে বিতারিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্য । তার লাশ দেশের বাড়ীতে নিয়ে আসলে আইনুল ইসলাম নয়নের আত্বীয় রাউজান থেকে বিতারিত উগ্রবাদী সংগঠনের সদস্যরা লাশের নিয়ন্ত্রন নিয়ে তারা কাফন পরানো ও লাশ দাফনের প্রচেষ্টায় মেতে উঠে । এতে আইনুল ইসলাম নয়নের স্বজনেরা বাধা দিলে তাদের উপর হামলা করে উগ্রবাদী সংগঠনের সদস্যরা । সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় । পুলিশের উপস্থিতিতে প্রবাসী আইনুল ইসলাম নয়নের লাশ তার স্বজনেরা এ্যম্বুলেন্স থেকে নামিয়ে তাদের নিয়ন্ত্রনে নিয়ে বিকাল ৩টার সময়ে জানাজার নামাজ শেষে কবরস্থানে দাফন করেন । এ ব্যাপারে রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি বলেন, প্রবাসী আইনুল ইসলাম নয়ন প্রবাসে মারা যায় । তার লাশ বাড়ীতে নিয়ে আসলে রাউজান থেকে বিতারিত উগ্রবাদী সংগঠনের সদস্য নয়নের আত্বীয় তাদের অনুসারীদের নিয়ন্ত্রনে নিয়ে দাফন করার প্রচেষ্টা করেন । এ সময়ে প্রবাসী নয়নের স্বজনেরা বাধা দিলে তাদের মারধর করে। গাউসিয়া কমিটি বাংলাদেশ এর স্থানীয় নেতৃবৃন্দ তা প্রতিরোধ করে। নয়নকে তার স্বজনের নিয়ন্ত্রনে দিয়ে লাশ দাফন করার ব্যবস্থা করেন । রাউজান থানার একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ দাফনে সহায়তা করেন । এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুনকে ফোন করে জানতে চাইলে, প্রবাসী লাশ দাফন নিয়ে মারধরের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে প্রবাসী নয়নের লাশ তার স্বজনের মাধ্যমে দাফন করা হয় ।
রাউজানে প্রবাসীর লাশ দাফন কাফন নিয়ে সংঘর্ষ

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন