কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই উপজেলা প্রেস ক্লাব ও শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ঝুলন দত্তের পিতা মিলন দত্ত (৮২) বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্য জনিত সমস্যা ও কিডনি রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, কাপ্তাই উপজেলা প্রশাসন, কাপ্তাই প্রেস ক্লাব, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদ, রাঙ্গুনিয়া উপজেলা শিল্পকলা একাডেমি, রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নিজ বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী গ্রামে মৃতের সৎকার করা হবে।
কাপ্তাই প্রেস ক্লাব সাধারন সম্পাদক ঝুলন দত্তের পিতৃবিয়োগ

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন