জার্মানিতে এইচআইভি আক্রান্ত এক ব্যক্তি স্টেম সেল প্রতিস্থাপন করে এইচআইভি থেকে সুস্থ হয়েছেন।
নেচার মেডিসিনের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ফোর্বস জানায়, ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি ২০১৪ সালে স্টেম সেল ট্রান্সপ্লান্ট করেছিলেন। ২০১৯ সাল থেকে তিনি এইচআইভির ওষুধ খাওয়া বন্ধ করে দেন। গবেষকরা জানিয়েছেন, স্টেম সেল ট্রান্সপ্লান্ট করা ব্যক্তির এইচআইভি ভাইরাসের শনাক্তযোগ্য কোনো চিহ্ন নেই।
রোগীর চিকিৎসক ডা. বজর্ন-এরিক ওলে জেনসেন জানিয়েছেন, ২০১৯ সাল থেকেই তার রোগীর শরীরে সক্রিয় এইচআইভির কোনো লক্ষণ ছিল না। যদিও তাকে এখনও পরিপূর্ণ সুস্থ ঘোষণার সময় আসেনি।
এইচআইভি থেকে নিরাময় হওয়া প্রথম ব্যক্তি ছিলেন টিমোথি রে ব্রাউন। এ ছাড়া ২০১৯ সালে আরও তিনজন সুস্থ হয়েছেন। আগের চারজনই স্টেম সেল ট্রান্সপ্লান্ট করেছেন। ডা. বজর্ন-এরিক ওলে জেনসেন বলেন, ‘আমি মনে করি এই পাঁচজনের সুস্থতা আমাদের নিরাপদ পদ্ধতি ব্যবহারে উৎসাহিত করবে।’
২০২১ সালে জাতিসংঘ জানিয়েছে, বিশ্বে প্রায় ৩৮ মিলিয়নের বেশি মানুষের এইচআইভি রয়েছে। এদের মধ্যে ৩৬ দশমিক ৭ মিলিয়ন প্রাপ্তবয়স্ক এবং ১ দশমিক ৩ মিলিয়ন ১৫ বছরের কম বয়সী শিশু।
এইচআইভি, বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি এমন একটি ভাইরাস, যা শরীরের ইমিউন সিস্টেমকে আক্রমণ করে এবং যদি চিকিৎসা করা না হয়, তবে এটি এইডসে রূপান্তর হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, এ ভাইরাসের কোনো কার্যকর নিরাময় নেই।
ভাইরাসটির কোনো নিরাময় না থাকা সত্ত্বেও কিছু গবেষক চিকিৎসা হিসেবে স্টেম সেল ট্রান্সপ্লান্ট প্রয়োগ করতে শুরু করেন। তারই দারুণ ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ফোর্বস।