ছোট থেকে শুরু করে কিশোর বয়সের কাছে মজার ছলে বিনোদন দিতে পারা অন্যতম নাম মিস্টার বিন। আর বাংলাদেশেও এমনই চেহারার অবয়বকে নিয়ে নানা ধরণের আলোচনা তৈরী হয়েছে। আর এবার শাহরুখ হোসেনের পরিচালনায় ‘ডুপ্লিকেট’ নাটক নিয়ে হাজির হচ্ছেন মিস্টারবিন খ্যাত রাশেদ শিকদার। নাটকটি নিয়ে শাহরুখ বলেন, মূলত এটি একটি হাস্যরসাত্মক মূলক গল্প । গল্পটির মূলভাব হল বর্তমানে আমাদের দেশের বেশির ভাগ মানুষ ব্রান্ডের প্রতি আসক্ত। অনেক ক্ষেত্রে আর্ট এর চেয়ে আর্টিস্ট এর প্রতি আমাদের নজর বেশি । যার বাস্তবতা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটির প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফ্যাক্টর থ্রি সল্যুশন’ । আগামী ২৩ ফেব্রুয়ারী রাত ৮টায় চ্যানেল নাইনে এবং পরবর্তীতে এফ থ্রি এন্টারটেইনমেন্টস ইউটিউব চ্যানেল এ নাটকটি দেখা যাবে।
আসছে মিস্টারবিনের ‘ডুপ্লিকেট’

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন