আগামী দুই বছরে সাইবার হামলা নজিরবিহীন হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে সাইবার নিরপাত্তা বিষয়ক এক প্রতিবেদনে বলা হয়েছে।
গত কয়েক বছরে বেশ কয়েকটি সংস্থা এবং দেশ সাইবার হামলার শিকার হয়েছে। সাইবার নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যারা সাইবার হামলার শিকার হয়েছেন বা ঝুঁকিতে রয়েছেন তারা এটি মোকাবিলা করার চেষ্টা করছেন।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব সাইবার নিরাপত্তা হুমকিতে রয়েছে। অদূর ভবিষ্যতে সাইবার হামলা হতে পারে।
ডব্লিউইএফ’র ব্যবস্থাপনা পরিচালক জেরেমি জার্গেন্স বলেন, ভূরাজনৈতিক অস্থিতিশীলতায় আগামী দুই বছরের মধ্যে সাইবার নিরাপত্তায় একটি বিপর্যকয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, ৯৩ শতাংশ সাইবার নেতা এবং ৮৬ শতাংশ সাইবার ব্যবসায়ী নেতাদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে। এটি আগের জরিপের তথ্যের চেয়ে অনেক বেশি।
সম্প্রতি বড় ধরনের সাইবার হামলার শিকার হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম আলবেনিয়া। দেশটির সরকারি ওয়েবসাইটগুলোয় সাইবার হামলা হয়।