হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় সুজন কুমার দেব (৫৩) নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও ৪ জন আহত হয়।
সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোরে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ডস্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন ফটিকছড়ির ভূজপুর থানাধীন কাজিরহাট সিংহরিয়া গ্রামের মৃত মণিন্দ্র কুমার দেবের ছেলে।
নাজিরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ সরোয়ার জানান, ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় অটোরিকশায় থাকা আরও ৪ যাত্রী আহত হয়। খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ভোরে ফটিকছড়ি থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে হাটহাজারী আসার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।