বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টেও হেরেছে অস্ট্রেলিয়া। স্বাগতিক ভারত দ্বিতীয় টেস্টে জয় পেয়েছে ৬ উইকেটে। এদিকে দ্বিতীয় টেস্টে হেরেই দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে সোমবার (২০ ফেব্রুয়ারি) জানানো হয়েছে, ‘গুরুতর পারিবারিক স্বাস্থ্য সমস্যা’র কারণে ভারত থেকে দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে তৃতীয় টেস্টের আগেই আবারও দলের সঙ্গে যোগ দেবেন অজি অধিনায়ক।
এদিকে তৃতীয় টেস্ট শুরু হতে এখনও বাকি ৯ দিন। তার আগেই কামিন্স আবার ভারতে ফিরবেন এবং তৃতীয় টেস্টে খেলবেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে কামিন্স যদি তৃতীয় টেস্টের আগে ভারতে ফিরতে না পারেন, তাহলে দলের সহ-অধিনায়ক স্টিভ স্মিথ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর, দিল্লি টেস্টে কামিন্সের দল ভারতের কাছে হেরেছে ৬ উইকেটে। এ অবস্থায় অস্ট্রেলিয়ার সিরিজে ফেরা অনেক কঠিন বলে মনে করেন সাবেক অজি ক্রিকেটার ইয়ান চ্যাপেল। এমনকি চ্যাপেল মনে করেন, অস্ট্রেলিয়া এই সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হবে।
দ্বিতীয় টেস্ট শেষে চ্যাপেল বলেছেন, ‘এখান থেকে ফিরে আসা খুবই কঠিন। আপনি একবার না, দুবার একই কাজ করেছেন। এদিক বিবেচনা করলে আপনি বলতেই পারেন, ৪-০ তে সিরিজ জয়ের বড় সম্ভাবনা আছে ভারতের।’