শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম জেল্রা রাউজান উপজেলার ১০ নং পুর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়ার পুর্ব পাশে ও বাগোয়ান ইউনিয়নের গশ্চি এলাকা, পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী, কদলপুর ইউনিয়নের পশ্চিম কদলপুর এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের পথে রাউলী সড়কে হৃদ খালের উপর পুরাতন ব্রীজটি বিধস্থ হয়ে যাওয়ায় ব্রীজের উপর দিয়ে যানবাহন চলাচল বন্দ্ব হয়ে যায় । বিধস্থ ফাড়ির কুল ব্রীজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ স্কুল কলেজের শিক্ষার্থীরা পায়ে হেটে চলাচল করে। হাজার হাজার মানুষের চরম দুভোর্গ থেকে রক্ষা পেতে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় চার ইউনিয়নের সীমনায় হৃদ খালের উপর ৩ কোটি ৮৫ লাখ টাকা ব্যায়ে ব্রীজ নির্মানের কাজ শুরু হয়েছে । স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ঠিকাদারী প্রতিষ্টান দিদারুল আলম,মাজেদা এন্টারপ্রাইজ ব্রীজের নির্মান কাজ করছে । ব্রীজের নির্মান কাজের শুরুতেই ৩৮টি ফাইলিং করা হয়েছে । ফাইলিংয়ের কাজ শেষ হওয়ার পর ঠিকাদারী প্রতিষ্টান ব্রীজের নির্মান কাজ করছে । ব্রীঝের নির্মান কাজ শেষ হলে চার ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের দুভোর্গ লাঘব হবে । এলাকার মানুষের জীবনমান উন্নয়ন হবে । গশ্চি এলাকার বাসিন্দ্ব আবদুল করিম বলেন, ব্রীজটি বিধস্থ হওয়ায় গত কয়েক বৎসর ধরে হাজার হাজার মানুষ স্কুল কলেজের শিক্ষার্থীরা জীবনের ঝুঁি নিয়ে পায়ে হেটে ব্রীজ দিয়ে চলাচল করতো । বিধস্থ ফাড়ির কুল ব্রীজ নির্মান কাজ শুরু করায় রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর প্রতি এলাকার হাজার হাজার মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করছেন । এ ব্যাপারে রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, ফাড়ির কুল ব্রীজের নির্মান কাজ শুরু হয়েছে । ব্রীজ নির্মান কাজের শুরুতেই ৩৮টি ফাইলিং করা হয়েছে । ব্রীজের নির্মান কাজ চলছে ।
রাউজানের চার ইউনিয়নের সীমনায় নির্মান করা হচ্ছে ফাড়িরকুল ব্রীজ

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন