লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোহাম্মদ জিসান (২২) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পদুয়া বাজারের দক্ষিণ পাশে আরকান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান পদুয়া নাওঘাটা এলাকার মো. সরওয়ারের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ এরফান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছে, পদুয়া বাজারে যাওয়ার পথে পিছন থেকে আসা একটি যাত্রীবাহি বাস ধাক্কা দিলে ওই যুবক সড়ক থেকে ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি।