কখনও প্রেম করেছেন? একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলের সঞ্চালিকার প্রশ্নের জবাবে রাঙা হলেন তৃণমূলের ডাকাবুকো নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, আমি সেই টাইপের মানুষ নই যে, কোনও মেয়েকে গিয়ে বলবো, আই লাভ ইউ। বরং উল্টোটা হয়েছে। প্রচুর মেয়ে আমাকে প্রেম নিবেদন করেছে। সোশ্যাল মিডিয়ায় এখনও আমাকে করে। অনেক মেসেজ আমি রিড পর্যন্ত করার সময় পাই না। আমাকে মার্জনা করবেন।
খোলামেলা প্রশ্নোত্তর পর্বে অভিষেক জানিয়েছেন- তার পছন্দের ছবি পাঠান। তবে, পছন্দের অভিনেতা অমিতাভ বচ্চন। পছন্দের অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও দীপিকা পাড়ুকোন। প্রিয় গান- বেশরম রঙ।
অভিষেকের সাক্ষাৎকার হবে আর রাজনীতির কথা আসবে না তা কি কখনও হয়?
এক প্রশ্নের জবাবে অভিষেক জানান- তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ২০২৪-এর পর প্রধানমন্ত্রীর আসনে দেখতে চান। কিন্তু, তার অর্থই যে তিনি এরপর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন তা নয়। তিনি দলের কর্মী হয়েই থাকতে চান এবং সংগঠনের কাজ করতে চান বলে জানান অভিষেক। কেন তিনি মমতাকে প্রধানমন্ত্রীর কুরসিতে বসার যোগ্যতম ব্যক্তি মনে করেন তার জবাবও দিয়েছেন অভিষেক। বলেছেন, রাজ্যের সমস্যায় যেভাবে নেতৃত্ব দেন মমতা তাতে দেশের সমস্যা সমাধানে তিনি যে উল্লেখযোগ্য ভূমিকা নেবেন তিনি তাতে নিশ্চিত। তাই তিনি মমতাকে প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে যোগ্যতম মনে করছেন।