১ মে থেকে সপ্তাহে অন্তত তিন দিন অফিসে থাকতে হবে অ্যামাজন কর্মীদের। শুক্রবার একটি বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করে দিয়েছে ই-কমার্স জায়ান্ট সংস্থাটি। কোভিড-১৯ মহামারী কর্মক্ষেত্রে পরিবর্তন এনেছে, কোম্পানির কর্মীদের অধিকাংশ অফিসের পরিবর্তে বাড়ি থেকে বসে কাজ করছে । এমনকি বিশ্বজুড়ে লকডাউন শিথিল হওয়ার পরেও, কর্মচারীদের একটি বিশাল জনসংখ্যা কোম্পানি থেকে দূরে বা হাইব্রিড পরিবেশে রয়ে গেছে। অ্যামাজনের ব্লগে পোস্ট করা একটি বার্তায়, প্রধান নির্বাহী অ্যান্ডি জ্যাসি লিখেছেন এই সপ্তাহের শুরুতে একটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্যাসি লিখেছেন- ”এই সিদ্ধান্তের জেরে পুগেট সাউন্ড, ভার্জিনিয়া, ন্যাশভিল এবং বিশ্বের কয়েক ডজন শহরে আমাদের হাজার হাজার কর্মীদের অফিসে যেতে উৎসাহ প্রদান করবে। যা কোম্পানির ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। ”কোম্পানি যোগ করেছে যে – নিয়মের কিছু ব্যতিক্রম থাকবে – গ্রাহক সহায়তার ভূমিকা এবং সেলসের সাথে যুক্ত কর্মীরা দূর থেকে কাজ করার বিকল্প পাবেন। অ্যামাজন ২০২১ সালের অক্টোবরে বলেছিল যে কর্পোরেট কর্মচারীরা এক সপ্তাহে অফিস থেকে কত দিন কাজ করবে তা নির্ধারণ করতে আলাদা আলাদা দল গঠন করে বিবেচনা করা হবে ।এখন দেখার কোম্পানির নতুন ফরমানে কী প্রতিক্রিয়া দেন অ্যামাজন কর্মীরা।
সপ্তাহে অন্তত তিনদিন অফিসে থাকতে হবে অ্যামাজন কর্মীদের

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন