নিউজ চট্টগ্রামের সম্পাদক মির্জ া ইমতিয়াজ শাওনের নানা প্রবীণ আওয়ামী লীগ নেতা, চট্টগ্রাম মহানগরের আওতাধীন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের দু: সময়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা আমৃত্যু সভাপতি, জননেতা এম এ খায়ের এর ২৬তম মৃত্যুবার্ষিকী ১৯ ফেব্রুয়ারী।
তিনি ব্যক্তিজীবনে অত্যন্ত অমায়িক, বন্ধুবৎসল, পরোপকারী সমাজহিতৈষী, নিষ্টাবান, পরিচ্ছন্ন ও আদর্শ রাজনীতিবীদ ও শিক্ষাবান্ধব মানুষ ছিলেন। আলহাজ্ব এম এ খায়ের ১৯২৭ সনে জন্ম গ্রহন করেন। চট্টগ্রামে শিক্ষা প্রসারে অগ্ৰণীদের একজন আলোকিত মানুষ আমানত আলী মাষ্টারের জৈষ্ঠ্য সন্তান ছিলেন তিনি। বি এ পাশ করার পর প্রথমে পুলিশ অফিসার হিসেবে কর্ম জীবন শুরু করেন। পরবর্তীতে পুলিশের চাকুরী ছেড়ে রেলওয়ের অফিসার হিসাবে যোগদান করেন এবং সেখানেই চাকুরী জীবন শেষ করেন।
তিনি দীর্ঘদিন ফতেয়াবাদ কলেজের গর্ভনিং বডি, ফতেয়াবাদ আর্দশ বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফতেয়াবাদ গাউছিয়া তৈয়বিয়া মাদ্রাসা ও ফতেয়াবাদ কে আই সোসাইটি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাথে সম্পৃক্ত থেকে এসব প্রতিষ্ঠানের অগ্ৰযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি দীর্ঘসময় ফতেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি ছিলেন। তিনি ১৯৯৬ সনের এই দিনে মৃত্যুবরন করেন।
এদিনে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। মহান আলাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমীন