বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখা। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে বিএমএ চট্টগ্রাম শাখার উদ্যোগে সংবর্ধনা ও চিকিৎসক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহ ভালবাসায় রাজনীতিতে আমার হাতেখড়ি। জাতির জনক ছিলেন এক ব্যতিক্রমী চরিত্রের রাজনীতিবিদ। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা খাতে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। করোনাকালীন সময়ে বিশে^র অনেক উন্নত দেশও সময়মত করোনার টিকা গ্রহণ করতে পারেনি। একমাত্র শেখ হাসিনার দূরদৃষ্টি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও কুটনৈতিক দক্ষতার কারণে আমরা সেসব উন্নত দেশের আগে টিকা নিতে পেরেছি। বিশে^র কাছে মাথা উঁচু করে দাড়াতে হলে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের বিকল্প কিছু নেই। বিএনপি-জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে স্বাস্থ্য সেক্টরে ঘাঁপটি মেরে বসে থাকা স্বাধীনতা বিরোধীরা অতীতের মতো আবার দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠবে। দেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা শুরু করবে। সেই দুঃসময় যাতে দেশে আর না আসে সেজন্য আমাদের চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধ শক্তিতে কাজ করে যেতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন, ইন্টার্নি ডাক্তারদের সম্মানী ভাতা বৃদ্ধিকরণ ও পদায়ন নীতিমালার যুগোপযোগী সিদ্ধান্ত বাস্তবায়নে চিকিৎসক সমাজকে সম্মিলিত ভাবে পথে নামতে হবে।
বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিএমএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. মো ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো.জামাল উদ্দিন চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান মিলন, বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য ও বিএমএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. কনক কান্তি বড়ুয়া, বিএসএমএমইউ’র সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, বিএসএমএমইউ’র সাবেক উপউপাচার্য ও বিএমএ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. মো. জাহিদ হোসেন, বিএমএ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক স¤পাদক ডা. তারেক মেহেদী পারভেজ, বিএমএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. শেখ শফিউল আযম, বিএমএ কেন্দ্রীয় কমিটির প্রচার স¤পাদক ডা. মাহবুবুর রহমান, বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর স¤পাদক ডা. শেখ শহীদুল্লাহ, বিএমএ কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ স¤পাদক ডা. সোহেল মাহমুদ, বিএমএ খুলনা জেলা শাখার সহসভাপতি ডা. গাজী মিজানুর রহমান, বিএমএ চট্টগ্রাম জেলা শাখার সাবেক সাধারণ স¤পাদক ও স্বাচিপ চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব ডা. মো শরীফ, বিএমএ চট্টগ্রাম জেলা শাখার কোষাধ্যক্ষ ডা. আরিফুল আমিন, বিএমএ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ডা. মো. জাবেদ, স্বাস্থ্য অধিদপ্তরের আইপিএইচএন পরিচালক অধ্যাপক ডা. শাহ গোলাম নবী সহ বিএমএ’র বিভিন্ন জেলা শাখা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে সংবর্ধনা দিল বিএমএ চট্টগ্রাম
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন