শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ১০ নং পুর্ব গুজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়ঠাকুর পাড়া এলাকার সারাংখালী খালের ব্রীজের পাশে মধ্যপ্রাচ্য প্রবাসীর মাতা দিলুয়ারা বেগম স্থানীয় ইউপি মেম্বারের সহায়তায় কৃষি জমি মাটি ভরাট করে ঘর নির্মান করার প্রস্তুতি নিয়েছে । একই ইউনিয়নের একই ওয়ার্ডের ছাদাংখীল এলাকায় পুর্ব গুজরা ইউনিয়নের অব্সর প্রাপ্ত দফাদার বাহাদুর তার মালিকানাধীন কৃষি জমি ভরাট করেছে । সরেজমিনে পরিদর্শন কালে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে পুর্ব গুজরা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আবদুল খালেক, ৭নং ওয়ার্ডের মেম্বার বকুল বড়ুয়া, মাহবুব রাতেই ড্রাম ট্রাক ভর্তি করে মাটি ও বালু এনে কৃষি জমি ভরাট করছে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে । এ ব্যাপারে অবসর প্রাপ্ত দফাদার বাহাদুর বলেন আমার মালিকাধীন যে জমি ভরাট করেছি । এটা জমি নয় একটা ছোট পুকুর । আমার মালিকাধীন ছোট পুকুর ভরাট করার জন্য ইউপি মেম্বার আবদুল খালেক ও মাহাবুল আলম আমার প্রবাসী পুত্রের সাথে চুক্তি করে বাইর থেকে রাতেই ড্রাম ট্রাক করে মাটি ও বালু এনে ভরাট করে দিয়েছে । এব্যাপারে বড়ঠাকুর পাড়া সিএনজি ষ্টেশনে পানের দোকানের ব্যবসায়ী মাহবুল আলমের কাছে জানতে চাইলে, মাহাবুল আলম বলেন, আমি কোন মাটি বালুর ব্যবসা করেনি । মেম্বার আবদুল খালেক বালু ও মাটি সরবরাহ করে কৃষি ভরাট কাজে । পুর্ব গুজরা ইউনিয়নের মেম্বার আবদুল খালেকের কাছে জানতে চাইলে, মেম্বার আবদুল খালেক বলেন, দফাদার বাহাদুর একটি ছোট পুকুর ভরাট করেছে । পুকুর ভরাট ও কৃষি জমি ভরাট কাজে বালু ও ,মাটি সরবরাহ করেনি বলে দাবী করে মেম্বার আবদুল খালেক আরো বলেন, প্রতিদিন রাতেই শত শত ড্রাম ট্রাক ভর্তি করে বালু ও মাটি এনে কৃষি জমি ভরাট করছে । কৃষি জমি ও পুকুর ভরাট কাজে আমার পাশ্ববর্তী ইউপি মেম্বার বকুল বড়ুয়া বাইর থেকে ড্রাম ট্রাক ভর্তি করে মাটি ও বালু এনে দেয় । এ ব্যাপারে মেম্বার বকুল বড়ুয়া বলেন,আমি কোন মাটি ও বালুর ব্যবসা করেনি । আমার নামে মিথ্য্ াঅভিযোগ করছে ।
চলছে কৃষি জমি ভরাট

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন