“প্রিয় মুখের সব মিলন মেলা আজ,
পরেছো সবাই বাহারি রঙের সাজ;
তারুণ্যের আভা ফুটে সব চেহারায়,
চির সবুজের নদে ঢেউ খেলে যায়।
তারাগুলো আজ দিনের আলোতে,
নেমে এলো ধরায় আলো বিলাতে;
চিরকালের বন্ধন আমাদের মাঝে,
আলোর শিখা হয় সকাল সাঁঝে।
এই দিন যেন আবার ফিরে আসে,
তারাগুলো ফের সবার আশে পাশে;
বছর ঘুরে ফের সোনালী আলোয়,
মিলন মেলায় মোরা একসাথে হই ।
হৃদয়ের ব্যাকুলতা জমিয়ে আবার,
অপেক্ষায় বুক বাঁধি বন্ধু সবার;
আমাদের চাঁদ তারা নামবে তটে,
ফুটবে সুখের ফুল সবার ললাটে “
ভোরের প্রথম আলোর দীপ্ত ঝলক গায়ে মেখে পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন এর মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। সবাই এসছে চট্টগ্রাম। সাগর পাহাড় নদীর শহর চট্টগ্রাম। ইতিহাসখ্যাত বার আউলিয়ার পুণ্যভূমি আমাদের প্রিয় চট্টগ্রাম। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী দেশের সবোর্চ্চ রাজস্ব জোগানদাতা চট্টগ্রাম। বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে এই বন্দরনগরী চট্টগ্রামের মান মর্যাদা অনেকগুণ বেশি।
‘আরে বন্ধু তুই কেমন আছিস?’ ‘দোস্ত তুই কি আমায় ভুলে গেছিস, তোর খবর কী দোস্ত?’ ‘অনেক দিন পর দেখা বন্ধু! আয় আয় সেলফি তুলি’- দীর্ঘদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর এভাবেই চলে কুশলবিনিময়। স্মৃতিচারণ করতে করতে অনেকে ফিরে যান শৈশবের সেই মধুর দিনগুলোয়। অনেকে আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলেন। এ সময় অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন। দিনভর চলে আড্ডা, ছবি তোলা, গানের তালেতালে নাচ আর হইহুল্লোড়। সবাই এসএসসি ২০০০ ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রী।
আনন্দ উল্লাসের মধ্যদিয়ে নগরীর কিং অব চট্টগ্রামে “রি কলিং চট্টগ্রাম ২০২৩” শিরোনামে এসএসসি ২০০০ ব্যাচ এর মিলনমেলা সম্পন্ন হয়েছে। প্রায় দেড় হাজার সদস্যের অংশগ্রহনে দিনব্যাপী মিলনমেলায় দিন ব্যাপী স্মৃতি রোমন্থন, খোশপল্প, আড্ডা, সন্ধ্যায় স্বনামধন্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ গ্রহণ করে। আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে এর এডমিন তাসসির তৌমুর স্বাগত বক্তব্য রাখেন। পরে র্যাফেল ড্র এ অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ব্যস্ত জীবনের একঘেয়মি ক্লান্তি কাটিয়ে কিছু সময়ের জন্য একটু আনন্দ ও স্বস্তিপেতে এ মিলন মেলা বেশ ভুমিকা রাখে। এ মিলনমেলা সদস্যদের মাঝে অন্যরকম প্রাণ সঞ্চার ঘটে সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়। শুক্রবার (১৭ফেব্রুয়ারী) মিলনমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মালার মধ্যে ছিলো স্মারক-সম্মাননা প্রদান, আলোচনা সভা, প্রীতি ভোজ, সংস্কৃতিক অনুষ্ঠান, জিএল ডায়াগনস্টিকস’ এর সৌজন্যে হেলথ ক্যাম্প। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো নিউজ চট্টগ্রাম২৪ ও দৈনিক প্রিয় চট্টগ্রাম।
এই অঞ্চলের মানুষ ঐতিহাসিক ভাবে সাহসী। সাগর দরিয়ায় পাড়ের মানুষ নানা দুর্যোগ মোকাবিলায় অসীম সাহসী ভূমিকা পালন করে আসছে।
‘ও ভাই আরা চাটগাইয়া নওজোয়ান, দইজ্জার কুলত বসদ গড়ি
শিনা-দি ঠেহাই ঝড় তোয়ান’ এমন সংস্কৃতি ধারণ করে বেঁচে থাকা এ জনপদের মানুষ সব কিছুকে পেছনে ফেলে আরো একটি সুন্দর সফল আয়োজনে মিলন মেলার ইতি টানে কিন্ত রেশ পিছু ছাড়ে না….
মির্জা ইমতিয়াজ শাওন
নির্বাহী সম্পাদক, দৈনিক প্রিয় চট্টগ্রাম