ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ‘একশ মাইলস’ নামে একটি সংগঠনের ১৫ জন ভাষাপ্রেমী বাইসাইকেলে র্যালি করে বেনাপোল চেকপোস্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করে ঢাকার পথে রওনা হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে র্যালিটি। এ সময় শূন্য রেখায় গানে গানে মিলনমেলায় রূপ নেয়।
২১ ফেব্রুয়ারি ঢাকা শহীদ মিনারে র্যালির সদস্যরা ভাষাশহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি ও ভাষাশহীদদের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।
‘বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক, মুক্তিযুদ্ধেও আমরা এক’। বঙ্গবন্ধুর দুটি মেয়ে দুই পারে দুই নায়ের নেয়ে। বাংলা বলো বিশ্ব জয়ের অকুণ্ঠ উদ্দাম।’ এমন সুরে শূন্য রেখায় হাজারো দেশি-বিদেশি পাসপোর্টধারীকে মাতিয়ে তুলেছে ভিনদেশি একদল বাংলা ভাষাপ্রেমী তরুণ-তরুণী ও সত্তরোর্ধ্ব প্রবীণরা। এ নিয়ে নবমবারের মতো ভারতের পশ্চিমবঙ্গের একশ মাইলস সংগঠনটি কেবল ভাষার টানে ছুটে এসেছে বাংলাদেশে।
র্যালির সদস্যরা জানান, একমাত্র বাঙালি যারা নিজের ভাষা রক্ষায় জীবন দিয়েছেন। পৃথিবীতে এমন নজির আর কারো নেই। মায়ের ভাষা বাংলায় কথা বলি এটা সেই ভাষাশহীদদের অবদান। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারি এলেই ছুটে আসি এ দেশের মাটি ও মানুষের কাছে।
বাইসাইকেল র্যালির টিম লিডার সরজিত রয় বলেন, ‘২১ ফেব্রুয়ারি ঢাকায় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে পুষ্প অর্পণ করা হবে। ভাষা রক্ষা আজ জরুরি হয়ে পড়েছে। ভাষার টানে বাংলায় আসা। ভাষা দিবসের কর্মসূচি শেষে ২২ ফেব্রুয়ারি বাইসাইকেল র্যালি বেনাপোল বন্দর হয়ে ভারতে ফিরবে।
বেনাপোল সরগম সংগীত একাডেমির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম জানান, বাংলা ভাষা যতদিন থাকবে, বিশ্ব এই ভাষাশহীদদের শ্রদ্ধা জানাবে। তাই ভারত থেকে ছুটে এসেছেন এসব ভাষাপ্রেমী।