আদিল দুরানির সঙ্গে প্রেম ও বিয়ে প্রকাশ্যে আসার পরই একের পর এক নিউজের খোরাক দিচ্ছে বলিউডের আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। স্বামী-স্ত্রীর দাম্পত্যকলহ শেষ পর্যন্ত মামলায় গড়িয়েছে। চলছে এর শুনানিও। এরই মাঝে আদিলের বিরুদ্ধে আরেকটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রাখি।
স্বামী আদিলের বিরুদ্ধে প্রতারণা ও গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন অনেক আগেই। সে মামলার শুনানি ছিল বুধবার (১৫ ফেব্রুয়ারি)। শুনানিতে অংশ নেয়ার পর মিডিয়ার সামনে অনেক তথ্যই তুলে ধরেন তিনি। ফের মামলার শুনানি নির্ধারিত হয় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)।
শুনানির মাঝেই আদিলের বিরুদ্ধে নতুন অভিযোগ তোলেন রাখি। তিনি জানান, আদিল নাকি নিষিদ্ধ মাদক নিতেন। রাখির দাবি, ‘প্যাকেট আসত, তাতে পাউডারের মতো কিছু থাকত।’ এমন তথ্যে আদালতে রাখিকে প্রশ্ন করা হয়, কোন মাদকের নেশা করতেন আদিল?
প্রশ্নের উত্তরে রাখি জানান, কোন মাদক নিতেন আদিল, সেই বিষয়ে তিনি কিছু জানেন না। তবে মাদক নেয়ার সে মুহূর্তের ভিডিও তার কাছে আছে। এরই মধ্যে সেই প্রমাণ পুলিশের কাছে জমাও দিয়েছেন রাখি।
রাখির আশা, মিথ্যা ক্ষণিকের জন্য জয় পেলেও শেষ পর্যন্ত সত্যের জয় হবেই। আদালতে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশায় আছেন তিনি। অভিনেত্রী শার্লিন চোপড়ার সঙ্গে তার দ্বন্দ্ব থাকলেও এ অবস্থায় তিনি রাখির পাশে দাঁড়িয়েছেন। স্ত্রীর প্রতি অন্যায়, অবিচার করা এমন স্বামীকে ‘লাথি মারা’ উচিত বলে মন্তব্যও করেছেন বলি অভিনেত্রী শার্লিন।