চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন,পাঠ্যপুস্তকে বিতর্কিত বিষয় সংযুক্ত করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রীয় সকল কাঠামোকে ধ্বংস করেছে। দুর্নীতিতে দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় শীর্ষ হয়েছে বাংলাদেশ। লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। গত ১৪ বছরে ২১লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী নেতারা। দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। পাঠ্যপুস্তকে বিবর্তনবাদ সহ বিভিন্ন বিতর্কিত বিষয় সংযুক্ত করে শিক্ষার্থীদের ধর্মীয় ও মানবিক অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত আরো বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, গ্যাস ও বিদ্যুতের দাম উর্ধ্বগতির ফলে জনজীবনে হাহাকার পরিস্থিতি বিরাজ করছে। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন,সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্যথায় , গণ বিপ্লবের মাধ্যমে এদেশের জনগণ এই সরকারকে পদত্যাগ আগে বাধ্য করবে। আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল সহকারে যোগদানের আহ্বান জানান।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলমের সভা
পাঠ্যপুস্তকে বিতর্কিত বিষয় সংযুক্ত করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন