দায়িত্বে থাকাকালীন অধিকাংশ টুর্নামেন্টে তারুণ্য নির্ভর দল নির্বাচন করেছেন স্পেনের সাবেক কোচ লুইস এনরিকে। যে কারণে সার্জিও রামোস আসেননি স্প্যানিশ কোচের বিবেচনায়। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি স্পেনের হয়ে রেকর্ড ১৮০ ম্যাচ খেলা এই ডিফেন্ডার। কাতার বিশ্বকাপে ৫৫ সদস্যের প্রাথমিক দলে থাকলেও চূর্ড়ান্ত দলে সুযোগ হয়নি পিএসজি তারকার। বিশ্বকাপ ব্যর্থতার পর স্পেনের দায়িত্ব ছাড়েন এনরিকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক স্প্যানিশ ডিফেন্ডার লুইস দে লা ফুয়েন্তে। নতুন কোচ আসায় ভাগ্য খুলছে রামোসের। ফুয়েন্তে জানান, পারফরম্যান্সের বিচারে জাতীয় দলে ফিরতে পারেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
স্প্যানিশ টিভি শো ‘এল হর্মিগ’তে দেয়া সাক্ষাৎকারে লা ফুয়েন্তে বলেন, ‘দল বাছাই করা দীর্ঘ একটি প্রক্রিয়া। প্রথমে আমরা সব স্প্যানিশ খেলোয়াড়কে বিবেচনা করেছি। তারপর আমরা খেলোয়াড়ের সংখ্যাকে ৭০ বা ৮০ জনে নামিয়ে এনেছি।
সব পজিশনের জন্য ছয় বা সাতজন খেলোয়াড় আছে আমাদের। পরবর্তীতে সংখ্যাটা আরও কমানো হবে।’
লা ফুয়েন্তে বলেন, ‘সবার মতো সার্জিও রামোসেরও দলে ফেরার সুযোগ রয়েছে। নিঃসন্দেহে রামোস, ইয়াগো আসপাস বা অন্যান্য ফুটবলার- যারা খুব ভালো এবং সমর্থকদের প্রিয়, তাদের দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। বলছি না যে, তারা দলে আসবেই। অন্য প্লেয়াররাও ভালো। সিদ্ধান্ত নেয়ার সময় আপনাকে অনেক দিক মূল্যায়ন করতে হবে।’
স্পেনের হয়ে সবশেষ ২০২১ সালে খেলেন সার্জিও রামোস। এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে দেখা যায়নি ৩৬ বছর বয়সী এই ফুটবলারকে। ফরাসি লিগ ওয়ানে পিএসজির হয়ে রামোস যে ছন্দ দেখাচ্ছেন, তাতে তার স্পেন দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। চলতি মৌসুমে লিগ ওয়ানে পিএসজির ২১ ম্যাচের মধ্যে ১৯টিতেই ছিলেন রামোস।