গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ১০ জন রোগী শনাক্ত হয়েছেন। ১০ জনের মধ্যে রাজধানীতে শনাক্ত ৯ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৩৭ হাজার ৫৭৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ২৬১ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৯৩ হাজার ৪৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮২টি নমুনা সংগ্রহ এবং ২ হাজার ২৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৫২ লাখ ৫৩ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৮৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭৮৮ জন এবং নারী ১০ হাজার ৬৫৫ জন।
করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১০ জন

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন