সর্বত্র বাংলা ভাষার প্রচলনের দাবিকে সমর্থন জানিয়ে এ জন্য পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বুধবার ‘বাংলা প্রচলন উদ্যোগ’ নামের একটি সংগঠন মেয়রকে সর্বত্র বাংলা ভাষার প্রচলনের দাবিতে স্মারকলিপি দেয়ার প্রাক্কালে মেয়র এ প্রতিশ্রুতি দেন। মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা পাওয়ার পাঁচ দশকেও বাংলা ভাষার সর্বত্র প্রচলন না হওয়া লজ্জার। এ লজ্জা ঘোচাতে আমি কাজ করব। স্মারকলিপি প্রদান করেন সংগঠনের আহবায়ক বীর মুক্তিযুদ্ধো ডা. মাহফুজুর রহমান ও সদস্য সচিব মশিউর রহমান।
সর্বত্র বাংলা ভাষার ব্যবহার চাই: মেয়র

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন