ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে জাতীয় সংসদ, সব জায়গায় কথা হচ্ছে পাঠ্যবই নিয়ে। বানর থেকে মানুষের জন্ম, বইয়ে এমন তথ্য রয়েছে বলে গুজব ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বলা হচ্ছে, সব বই থেকে বাদ দেয়া হয়েছে হযরত মুহাম্মদ (সা.) ও চার খলিফার জীবনী। এ নিয়ে চলছে তুমুল আলোচনাও।
অথচ অনুসন্ধানে দেখা যায়, ৬ষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ২৪ পৃষ্ঠায় স্পষ্ট করে বলা হয়েছে-বানর বা শিম্পাঞ্জি থেকে মানুষের উদ্ভব হয়নি। নতুন বইয়ে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী বাদ দেয়া হয়েছে বলে গুজব ছড়ালেও দ্বিতীয় শ্রেণির বাংলা বইয়ের ৭১ পৃষ্ঠায় সবিস্তারে আছে তার জীবনী।
পাঠ্যপুস্তকে চার খলিফার জীবনী বাদ দেয়ার অভিযোগ উঠলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা বইয়ের যথাক্রমে ৯৯ ও ৯৭ পৃষ্ঠায় আছে হযরত আবু বকর ও ওমর (রা.) এর জীবনী। পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ে আছে বিদায় হজের ভাষণও।
সপ্তম শ্রেণির বইয়ের লালো নামক গল্পে পাঁঠা বলিতে উৎসাহিত করা হয়েছে, অপপ্রচার চললেও পুরো বইয়ে এমন কোনো প্রসঙ্গই নেই।
পাঠ্যবই নিয়ে গুজবের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) মো. হারুন অর রশীদ বলেন, জড়িতদের চিহ্নিত করতে মাঠে নেমেছেন গোয়েন্দারা।
তিনি আরও বলেন, পাঠ্যবইয়ে কারা এই ধরনের গুজব ছড়ানোর কাজটি করছেন এবং গুজব ছড়াচ্ছেন তাদের চিহ্নিত করতে মাঠে কাজ করা হচ্ছে। গাজীপুরে কিছু পাঠ্যপুস্তক তৈরির কারখানা রয়েছে, সেগুলোতে আমরা খোঁজখবর রাখছি, তারা কোন মানসিকতা পোষণ করে, তারাও গুজবের কাজটি করছে কিনা সেটা আমরা খেয়াল রাখছি।
এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের বইয়ে কোথাও বলা নেই মানুষের পূর্বপুরুষ বানর ছিল, এটি অপপ্রচার। নতুন শিক্ষাক্রম নিয়ে নানা অপপ্রচার ছড়িয়ে ফায়দা হাসিলে মাঠে নেমেছে একটি চক্র। সম্প্রতি এক অনুষ্ঠান থেকে বের হয়ে সাংবাদিদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের বইতে কোথাও বলা নেই, মানুষের পূর্বপুরুষ বানর ছিল বা বানর থেকে মানুষ হয়েছে। বরং ঠিক উল্টোটা বলা আছে। বানর মানুষের পূর্ব পুরুষ নয়, বানর বা শিপপাঞ্জি মানুষের পূর্বপুরুষ নয়, বানর থেকে মানুষ আসেনি। এরকম আরও বহু অপপ্রচার আছে, সেই অপপ্রচারগুলোর আমরা অবশ্যই জবাব দিচ্ছি, অবশ্যই জবাব দিবো। আর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠ্যবইয়ের ভুল চিহ্নিতকরণ, সংশোধন ও দায়িত্বে অবহেলাকারী শনাক্ত করতে কাজ করছে দুটি কমিটি। এরইমধ্যে মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।