চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, জবাবদিহিতা না থাকায় সরকার উন্নয়নের নামে প্রকৃতপক্ষে দেশকে ধ্বংসের দারপ্রান্তে নিয়ে গেছে। কর্তৃত্ববাদী সরকার রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ভঙ্গুর করে ফেলছে। কিছুদিন পরপর সরকার অযৌক্তিকভাবে বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বাড়াচ্ছে। জনজীবনে চলছে মারাত্মক সংকট। উন্নয়নের নামে দেশে চলছে সীমাহীন লুটপাট। দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা কিংবা বিচার বিভাগের স্বাধীনতা নেই। চাল, চিনি, তেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব জিনিসের দাম এখন আকাশচুম্বী। দেশের অর্থনীতির এই মহাসংকটের মধ্যে আবারো বিদ্যুত গ্যাসের দাম বাড়ানো দেশকে আরও সংকটের দিকে ঠেলে দেবে। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না হওয়ায় গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের জীবনযাত্রার ওপর খড়গহস্ত চালাচ্ছে। সরকারের এসব আচরণ অন্যায়-অযৌক্তিক। দফায় দফায় বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধি জনস্বার্থবিরোধী। গত ১৪ বছরে সরকার এবং সরকারি দলের মদদপুষ্টরা দেশ থেকে ১০ লাখ কোটি টাকার বেশি পাচার করেছে। সরকারের কাছে দেশ চালানোর টাকা নেই। অর্থনীতিকে ধ্বংস করে দেশকে দেউলিয়া করছে সরকার।
তিনি আরও বলেন, আগামী ৪ ফেব্রæয়ারী চট্টগ্রাম এর বিভাগীয় সমাবেশ জনগণের অধিকার আদায়ের সমাবেশ। এই কর্তৃতবাদী শাসক ও শাসন ব্যবস্থার পরিবর্তন না হলে দেশের জনগণের মুক্তি সাধিত হবে না। আমাদের যে আন্দোলন, তা শুধু বিএনপির নয়। সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে দেশে যে অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট ও বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে। সুতরাং গণ-আন্দোলন এবং গণ-বিস্ফোরণের মাধ্যমে সরকারের পতনকে অনিবার্য করে তুলতে হবে।
আগামী ৪ ফেব্রæয়ারী আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ ১০ দফা দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে আজ ৩১জানুয়ারী (মঙ্গলবার) বিকেলে চান্দগাঁও থানাধীন ৪নং চান্দগাঁও,৫নং মোহরা ও ৬নং পূর্ব ষোলশহর ওর্য়াড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর বহদ্দারহাট এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণকালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ইসকান্দর মির্জা, সদস্য মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন লিপু,মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, মহানগর বিএনপি নেতা মো. বকতেয়ার, আব্দুল আজিজ, গিয়াস উদ্দিন ভ‚ইয়া, মো. ইসকান্দর, জসিম উদ্দিন, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইলিয়াছ শেকু, হাজী আইয়ুব আলী, ইলিয়াছ আলী, আবু বক্কর, মহানগর যুবদলের সহ-সভাপতি ম.হামিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, কামাল উদ্দিন, সেলিম উদ্দিন রাসেল, আবু বক্কর রাজু, জিল্লুর রহমান জুয়েল, আরিফুল ইসলাম, নুরুল আমিন,কামাল উদ্দিন, আকতার হোসেন, হাজী ফরিদ আহমদ, নুরনবী, ইউসুফ আলী লিটন, মো. ইসকান্দর হোসেন, মো. আলমগীর, মো. ইব্রাহিম, নুরুল আজিম বাবুল, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.শহীদুজ্জামান, ৪নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আবু বক্কর বাবু, ৫নং মোহরা ওয়ার্ড যুবদলের আহবায়ক আকতার হোসেন, আব্দুল নবী, আলমগীর টিটু, নাছির উদ্দিন,বেলাল আমিন, সিরাজুল ইসলাম ইকবাল,শহীদুল ইসলাম, মো. মুরাদ, থানা ছাত্রদলের আহবায়ক আব্দুর রহমান আলফাজ, জহুরুল ইসলাম জহির,আনিস রহমান,আব্দুর রশিদ, নাজিম উদ্দিন, সাদ্দাম হোসেন, সাইদ ইসলাম বাপ্পী,আব্দুল কাদের, সাইফুল ইসলাম,নুরুল আলম, মামুনুর রশিদ মামুন,আব্দুর রহিম, মিজানুর রহমান, আলী আকবর মোল্লা সহ নেতৃবৃন্দ।