অসুস্থ সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহম্মদকে হাসপাতালে দেখতে গেলেন ফজলে করিম চৌধুরী এমপি
শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহম্মদ গুরুত্বর অসুষÍ হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । গতকাল অসুস্থ সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহম্মদকে হাসপাতালে দেখতে যায় রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । হাসপাতালে চিকিৎসাধীন সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহম্মদের চিকিৎসার খোজঁ খবর নেয় এবি এম ফজলে করিম চৌধুরী এমপি ।
রাউজানে কৃষকদের মধ্যে কেউ লাভবান কেউ হচ্ছে নিস্বঃ
রাউজান উপজেলার ডাবুয়া খালের বিভিন্নস্থানে বাঁধ দিয়ে যার যার সুধিধা মত পানি ধরে রাখছে। এই খালের পানির উপর নির্ভরশীল কৃষিজীবিদের মাঝে পানির ভাগাভাগি নিয়ে অসন্তোষ বাড়ছে। এমন অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে পাহাড়ী এলাকা থেকে নেমে আসা এক স্রোতা খালটির উপড়ের দিকে কয়েকটি জায়গায় বাঁধ দিয়ে পানি ধরে রেখেছে স্থানীয় প্রভাবশালীরা। খালের মাঝে দেয়া বাঁধের কারণে নিচের দিকে থাকা শত শত কৃষকের ক্ষেত খামার পানির অভাবে শুকিয়ে মরছে। স্থানীয়রা বলেছেন এক স্রোতা খালটির পানির প্রবাহ পাহাড়ী অঞ্চল থেকে। রাউজানের ডাবুয়া, হলদিয়া, চিকদাইর, গহিরা ইউনিয়নের কয়েক হেক্টর জমির চাষাবাদ এই খালের পানি উপর নির্ভরশীল। উপড়ের দিকে থাকা হলদিয়া ইউনিয়নের বিন্দাবন,জানি পাথর ও বৃক্ষবানুপুরের একাধিকস্থানে বাঁধ দিয়ে রাখায় নিচের দিকের প্রায় পাঁচ কিলোমিটার খাল পানির অভাবে শুকিয়ে আছে। তিনটি ইউনিয়নের শত শত কৃষকের ক্ষেত খামার পানির অভাবে শুকিয়ে মরছে। পরিদর্শন কালে দেখা গেছে এই খালে মধ্যখানে বড়চেয়ে বড় বাঁধটি দিয়ে রেখেছে হলদিয়া ইউনিয়নের সাবেক মেম্বার শাহজাহান। এই বাঁধটি দেয়ার ফলে উপড়ের দিকে খালটি পানিতে টাইটুম্বর হয়ে আছে। নিচের দিকে কয়েক কিলোমিটার খাল শুকিয়ে আছে। পানি বঞ্চিত কৃষকদের অভিযোগ বাঁধ দিয়ে আটকে রাখা পানির সুবিধা নিচ্ছে ওই এলাকার কৃষক ছাড়াও কয়েকটি ইটভাটা। ডাবুয়া এলাকার পানি বঞ্চিত কৃষকদের মধ্যে মোহাম্মদ নাজিম উদ্দিন,জামাল,বাবুল,মঈন মিলে ৭৫ একর জমিতে তরমুজ চাষ করেছেন। তাদের দাবি ৫০ লাখ টাকার বেশি ঋন নিয়ে চাষাবাদে নেমে তারা তরমুজ করেছেন। পানির সেচ দিতে না পারায় ক্ষেতের চারা শুকিয়ে যাচ্ছে। বাঁচিয়ে রাখার চেষ্টায় এক কিলোমিটার দুরের পুকুর ডোবা থেকে পাইপে পানি টেনে এনে ক্ষেত বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এখন ভবিষৎ নিয়ে শংকার মধ্যে আছি। আবুল কাসেম নামে অপর এক কৃষক বলেছেন তিনি আড়াই একর জমিতে সৌসুমী ক্ষেত খামার করেছেন। পানির সেচ দিতে না পারায় এখন রোপন করা চারা লালচে রং ধারণ করেছে। খালের মাঝে বাঁধ দিয়ে রাখা হলদিয়ার সাবেক মেম্বার শাহজাহানের সাথে কথা বললে তিনি দাবি করেন তিনি এক শত ২০ কানি জমিতে চাষ করছেন। পানির ভাগাভাগি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের উপস্থিতিতে এলাকার কৃষকরা সমঝোতা বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে তিনি যে বাঁধ দিয়েছেন, সেই বাঁধের নিচে পানি প্রবাহের জন্য মোটা পাইপ দিয়েছেন। তবে পরিদর্শনের সময় দেখা যায় ওই বাঁধের নিচে কোনো পাইপ দেয়া নেই। বিষয়টি নিয়ে কথা বললে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন নিচের দিকে পানি প্রবাহের ব্যবস্থা রেখে শাহজাহান মেম্বারকে নিচু করে বাঁধ দেয়ার সিদ্ধান্ত দেয়া হয়েছিল। নিচের পানি প্রবাহের ব্যবস্থা রাখা না হলে বাঁধ কেটে দেয়া হবে ।
রাউজানে প্রধান মন্ত্রীর আশ্রিত ভুমিহীন পরিবারের মধ্যে প্রধান মন্ত্রীর উপহার কম্বল বিতরন
রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের দইল্যাটিলা, হারিস্যা টিলা, ডাবুয়া ইউনিয়নের ডাবুয়া কোনার টিলা, বটতইল্যা টিলা, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ফকির তকিয়া, পুর্ব রাউজান, ৭নং রাউজান ইউনিয়নের পুর্ব রাউজান, কদলপুর ইউনিয়নের শমশের পাড়া, জয়নগর বড়ুয়া পাড়া চিকদাইর ইউনিয়নের নোয়াজিশপুর মৌজায় সরকারী খাস জমি থেকে অবৈধস্থাপনা উচ্ছেদ করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প নির্মান করা হয় । আশ্রয়ন প্রকল্পের মধ্যে ৭শতের বেশী ঘর নির্মান করে ৭শত ভুমিহীন পরিবারকে পুনঃবাসন করা হয় । অবশিষ্ট ৩শত ৩৯ টি পরিবারের জন্য ঘর নির্মানের কাজ চলছে । প্রধান মন্ত্রী শেখ হাসিনার আশ্রিত ভুমিহীন পরিবারের সদস্যদের থাকার ঘরে , পরিবারের সদস্যরা বসব্সা করার জন্য আশ্রয়ন প্রকল্পে বিদ্যুৎ লাইন নির্মান করে বিদ্যুৎ’ সংযোগ দেওয়া হয়েছে । আশ্রয়ন প্রকল্পের বাসিন্দ্বাদের যাতায়াতের জন্য নির্মান করা হয়েছে সড়ক । আশ্রয়ন প্রকল্পের বাসিন্দ্বাদের ছেলে মেয়েদের লেখপড়া করার জন্য স্কুল নির্মান, কমিনিউটি সেন্টার, মসজিদ নির্মান করার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার । আশ্রয়ন প্রকল্পে পুনঃবাসন কারী ভুমিহীন পরিবারের সদস্যরা কেই দিনমজুর, কেউ সিএনজি অটোরিক্সা চালক, কেউ কৃষি কাজ, কেউ নির্মান শ্রমিক, মহিলাদের মধ্যে কেই গৃহপরিচারিকার কাজ করে জিবিকা নির্বাহ করে। আশ্রয়ন প্রকল্পে আশ্রিত ভুমিহীন পরিবারের সদস্যরা ঘরের আঙ্গিনায় ও ঘরের পাশে ফসলী জমিতে সব্জি ও ধান ক্ষেতের চাষাবাদ করে । রাউজানের পুর্ব রাউজান আশ্রয়ন প্রকল্পের বাসিন্দ্বা নিলু আকতার বলেন, আমি তিন কন্যা সন্তান নিয়ে ভাড়া ঘরে বসবাস করতাম। আমাকে প্রধান মন্ত্রীর উপহারের ঘর দেওয়ায় আমি আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাস করছি । এলাকার মানুষের ঘরে গিয়ে গৃহপরিচারিকার কাজ করে জিবিকা নির্বাহ করছি । রাউজানের আশ্রযন প্রকল্পের মধ্যে আশ্রিত ৭শত ভুমিহীন পরিবারের মধ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার । গতকাল ৩০ জানুয়ারী সোমবার রাউজানে ৭শত আশ্রিত ভুমিহীন পরিবারের মধ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরন কালে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ ।
রাউজানে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যথলেটিকস সম্পন্ন
রাউজান উপজেলা প্রশাসন ও বাংলাদেশ এ্যথলেটিকস ফেডারেশনের আয়োজনে রাউজানে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যথলেটিকস প্রতিযোগিতা গতকাল রবিবার সকালে রাউজান সরকারি মডেল হাইস্কুল মাঠে অনুষ্টিত হয়। এতে টেলিকনফারেন্স প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা সহকারী ভূমি কমিশনার রিদুয়ানুল ইসলাম। অতিথি ছিলেন প্রিকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কমকতা শাহ ই জাহান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ওসমান গণি রানা, স্কাউট শিক্ষক দেলোয়ার হোসেন, ইলিয়াছ মাস্টার। এতে ১শত ২শত ৮’শত ও ১৫’শত মিটার দৌড়, দীর্ঘলাফ, উচ্চলাফসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।