চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এই সরকার জনগনের ভোটে নির্বাচিত নয়। তাই তারা জনগনের ভাষা বুঝে না। জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগনের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র হত্যা করছে। এই সরকারের লাগামহীন দূর্ণীতির করণে দেশ আজ দেউলিয়ার পথে।আজ এ সরকার দেশের অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করেছে। অনুরুপ ভাবে এই অবৈধ সরকার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করেছে।সবকিছু দলীয়করণ করেছে।যার জন্য আজ দেশের জনগন তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই এই সংকট থেকে দেশকে বাঁচাতে হলে চলমান সকল আন্দোলন কর্মসূচি সফল করে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে হবে। তবেই দেশ সংকটমুক্ত হবে, দেশের গণতন্ত্রমুক্ত হবে। তিনি আজ ৩০ জানুয়ারি, সোমবার, দুপুরে আগামী ৪ঠা ফেব্রুয়ারী দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস এবং সরকারের দমন—নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে,বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবীতে এবং ১০ দফা এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবীতে চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সদরঘাট থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবীতে চট্রগ্রাম বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে প্রতিটি থানা ও ওয়ার্ড় বিএনপি ১০ দফা দাবীর স্বপক্ষে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ করেতে হবে। সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকেও মাঠে থেকে কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, দেশে গণতন্ত্র নেই, আছে স্বৈরতন্ত্র। স্বৈরাচারী কায়দায় দেশ চালাচ্ছে এই সরকার। এদেশের জনগণ এ সরকারকে আর ক্ষমতা দেখতে চায় না। তাইআগামী ৪ঠা ফেব্রুয়ারী দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস এবং সরকারের দমন—নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে,বিরোধী দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবীতে এবং ১০ দফা এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবীতে চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে হবে।
সদরঘাট থানা বিএনপি ও অঙ্গসংগঠনের লিফলেট বিতরণ সদরঘাট থানা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে কাওছার হোসেন বাবুর পরিচালনায় প্রধান অথিতি উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাসেম বক্কর, আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন জিয়া, মোহাম্মদ আলী, জমির আহমদ, ওমর ফারুক, রুবেল, জাহিদুল ইসলাম, জাহিদ রহিম, ২৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, মাহবুব, মোঃ সিদ্দিক, শাহজাহান, তৈয়ব, আলমগীর, সিরাজ, আনোয়ার হোসেন, কমল জ্যোতি, সদরঘাট থানা যুবদল আহ্বায়ক ইসমাইল, সদস্য সচিব রাশেদ, শ্রমিকদল আহবায়ক বাহার সদস্য সচিব সেলিম, যুবদল নেতা নুর জাহিদ বাবলু, রাজিব, নাঈম, মান্নান, তানভীর, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ইয়াসির আরাফাত, সদস্য সচিব আনোয়ারুল আবেদীন মুন্না, সদরঘাট থানা ছাত্রদল আহ্বায়ক ইউনুস মিয়া জুয়েল, সিনিয়র যুগ্ন আহ্বায়ক নাহিদ, নাজিম, সোহেলসহ প্রমুখ নেতৃবৃন্দ।